আবদুল মান্নান তামিম, তজুমদ্দিন (ভোলা)
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

ভোলার তজুমদ্দিন উপজেলার দেড় লাখ মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০১৯ সালে উপজেলাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়।

কিন্তু সে অনুযায়ী দেওয়া হয়নি প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল। বর্তমানে চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালটিতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা কার্যক্রম।

এতে উপজেলার দূরদূরান্ত থেকে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ফলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার হতদরিদ্র মানুষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে কনসালটেন্ট ও মেডিকেল অফিসারের ১৫ পদে কর্মরত রয়েছেন মাত্র দুজন। এ ছাড়া নার্স ও মিডওয়াইফ ৩১ পদ থাকলেও কর্মরত আছেন ১২ জন। প্যাথলজিস্ট পদে দুটি পদই শূন্য রয়েছে এবং তৃতীয় শ্রেণির ৬৬টি পদের বিপরীতে শূন্য রয়েছে ২৯টি।

স্বাস্থ্য কমপ্লেক্সটির একদিকে যেমন জনবল সংকট, অন্যদিকে রয়েছে সরঞ্জাম ও টেকনেশিয়ানের সংকট। লোকবলের অভাবে অপারেশন থিয়েটার, এক্স-রে, ইসিজি আল্ট্রাসনোগ্রাম মেশিনগুলো পড়ে আছে অচলাবস্থায়।

চিকিৎসা নিতে আসা মো. জসিমসহ কয়েকজন জানান, জেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দূরে হওয়ার কারণে এখানে বাধ্য হয়ে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। আর সে কারণে অনেক রোগীকে থাকতে হচ্ছে ঝুঁকির মধ্যে। এ ছাড়া হাসপাতালটিতে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফ মেশিন অকেজো থাকায় ও টেকনিশিয়ানের অভাবে অনেক পরীক্ষা-নিরীক্ষা বাইরে থেকে করাতে হয় এখানে ভর্তিকৃত রোগীদের। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা।

হাসপাতালে কর্তব্যরত সিনিয়র নার্স মিশু দত্ত জানান, নার্স, ডাক্তার ও জনবল সংকটের কারণে ওয়ার্ডে রোগীদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারপরও ভর্তিকৃত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে চেষ্টা করছেন তারা।

তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের প্রতিদিন দুই থেকে আড়াইশ রোগীর মানসম্মত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সংকট নিরসনে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পরীক্ষা দিতে গিয়ে আটক জাবিপ্রবির ছাত্রলীগ নেতা

স্বাস্থ্য পরামর্শ / হাইপোসপেডিয়াস হলে ১৮ মাসের মধ্যে অপারেশন করা উচিত

বিএনপি নেতা প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

‘এটা আমার এলাকা’ বলেই ভাঙচুর শুরু করেন কলেজ ছাত্রদল সভাপতি

অভিভাবকের আয়ের ভিত্তিতে টিউশন ফি নেবে ইউডা, থাকবে আরও সুবিধা

বর্ধিত পল্লবী বাড়ি মালিক কল্যাণ সমিতি / আনীত অভিযোগ ‘উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর’ দাবি

‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’ বললেন খালেদা জিয়া

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / ছাত্রলীগ, শিক্ষক-কর্মকর্তাসহ ২১০ জনের বিরুদ্ধে মামলা

জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

১০

পিরোজপুরে সমিতির পরিচালকের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও

১১

দুই চিকিৎসক দিয়ে চলছে দেড় লাখ মানুষের সেবা

১২

বিমানবন্দর সড়ক ব্যবহারে হাজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

১৩

বরিশালের রাস্তায় উড়ছে টাকা আর টাকা

১৪

জামায়াত কর্মী পরিচয় দিয়েও রক্ষা হলো না কৃষক লীগ নেতার

১৫

আতঙ্কে ভারত, বাংলাদেশ-পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা

১৬

ময়মনসিংহে ভুয়া মেজরসহ প্রতারক চক্রের ৪ সদস্য আটক

১৭

ই-কমার্সের উন্নয়নে ই-ক্যাব নির্বাচনের পদ প্রার্থীদের মিলনমেলা

১৮

রেলিক সিটির বিরুদ্ধে রাজউকের কঠোর পদক্ষেপ

১৯

খালেদা জিয়ার আগমনে গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

২০
X