কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিন ঘুরাতে গিয়ে লাইনচ্যুত হয়েছে।
রোববার (২৭ আগস্ট) আজ সকাল পৌনে ১০টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও চরম দুর্ভোগে পড়েন ট্রেনযাত্রীরা। ইতোমধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইঞ্জিনের উদ্ধারকাজ চলছে। এদিকে আখাউড়া থেকে অতিরিক্ত ইঞ্জিন আসার পর বিকেল ৩টার দিকে এগারোসিন্ধুর ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ দুপুর ১২টায় সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় ৪টি চাকা লাইনচ্যুত হয়। লাইনের নিচে কোনো প্রকার মাটি ও পাথর না থাকায় ইঞ্জিনটি হেলে পড়া অবস্থায় রয়েছে। আর ট্রেনের বগিগুলো স্টেশনের তিন নম্বর লাইনে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে। এতে শত শত ট্রেনযাত্রী দুর্ভোগে পড়ে। এ ঘটনায় ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের আইডব্লিউ ঘটনাস্থলে ছুটে আসে।
এগারোসিন্ধুর ট্রেনের চালক আব্দুর রহমান জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসা ট্রেনটি ভৈরব স্টেশনে ঘুরানোর সময় ইঞ্জিনটির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে খাদে হেলে পড়ে। স্টেশন মাস্টারের সিগনাল মতেই ওই লাইনে নিয়ে আসা হয় ইঞ্জিনটি। ব্রেক করার সময় ব্রেক ফেইল করে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশনের আইডব্লিউ মো. আশিকুর রহমান কালবেলাকে জানান, কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর ট্রেনটি ভৈরব স্টেশনে শান্টিং করার সময় ব্রেক ফেইল করায় আজ সকালে দুর্ঘটনা ঘটে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে ইঞ্জিনটি উদ্ধারের জন্য।
মন্তব্য করুন