রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে ওই বিদ্যালয়ের ১৩ ছাত্রী একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে খারাপ আচরণ, অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে আসছেন। বিষয়গুলো এতদিন ভয় ও লজ্জার কারণে কাউকে জানানো হয়নি। কিন্তু সময়ের সঙ্গে তার আচরণ আরও বাড়তে থাকায় পরিবারকে বিষয়টি জানাতে বাধ্য হন তারা।
অভিযোগ পাওয়ার পরপরই ইউএনও ফয়সাল আহমেদ অভিযুক্ত শিক্ষককে কার্যালয়ে ডেকে পাঠান। শিক্ষক মনিরুল ইসলাম সেখানে গিয়ে তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউএনও ফয়সাল আহমেদ বলেন, ১৩ ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা শিক্ষক মনিরুল ইসলামকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে বরখাস্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, আমি এমন কোনো কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছি।
মন্তব্য করুন