চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘জুলাই -আগষ্ট গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণরা। তারা ছিল মূল চালিকা শক্তি। বিএনপি তাই এ তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তাদেরকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।’
বুধবার (০৭ মে) বিকেলে চট্টগ্রামের বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভাশেষে প্রচারপত্র বিলির সময় তিনি এসব কথা বলেন।
আগামী ১০ মে নগরীর পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, এ সমাবেশ হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি রচনা করা।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সোহাগ গাজী, আব্দুল খালেক, মোহাম্মদ আমিন, হারেস উদ্দিন, শফিকুল ইসলাম বাচা, ইকবাল,হুমায়ুন কবির, সোহাগ, সোলায়মানসহ নেতারা।
মন্তব্য করুন