নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তির আরেক নাম ওষুধ কোম্পানির প্রতিনিধি। রোগীদের পথরোধ করে হাত থেকে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) ছিনিয়ে নিয়ে ছবি তোলাই যেন তাদের মূল কাজ। ফলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের।
সরেজমিনে দেখা যায়, সপ্তাহের সাত দিনই চিকিৎসকের কক্ষের সামনে ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে। রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে বের হলে তাদের প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে টানাহেঁচড়া করেন। ছবি তোলেন, দেখেন কোন কোম্পানির ওষুধ লেখা হয়েছে।
আবার কেউ কেউ রোগীকে অপেক্ষায় রেখে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ সেরে নিচ্ছেন। প্রতিনিয়তই চোখে পড়ে এসব দৃশ্য। এতে বিব্রতকর অবস্থায় পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। এভাবে তারা প্রতিনিয়তই চিকিৎসক ও রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটাচ্ছেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন জানান, তার মাকে নিয়ে চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ১০/১৫ জন লোক এসে তার হাতে থাকা প্রেসক্রিপশন নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। হাসপাতালে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি কাম্য নয়৷
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আফরিজ সুলতানা নামের আরেকজন নারী রোগী জানান, চিকিৎসা নিতে আসা রোগীর চেয়ে বেশি ভিড় জমায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। তাদের কারণে আমাদের মতো সাধারণ রোগীরা বেশ ক্ষুব্ধ। তাদের জন্য ডাক্তারদের সঙ্গে ভালোভাবে কথাও বলা যায় না। প্রেসক্রিপশন নিয়ে বের হলেই তারা চারদিক থেকে ছিনতাইকারীর মতো ঘিরে ফেলে৷
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী কালবেলাকে বলেন, হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সপ্তাহে দুদিন আসার জন্য লিখিত ও মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও ৩১ শয্যার জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। জনবল তুলনামূলক কম থাকায় সার্বিক ব্যবস্থাপনায় একটু ঘাটতি হচ্ছে। ওষুধ কোম্পানির প্রতিনিধির সপ্তাহে দুদিন থাকার কথা থাকলেও বাকি দিনগুলোতে হাসপাতাল চত্বরে আমাদের অবর্তমানে অবস্থান করে৷
মন্তব্য করুন