সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ভোগান্তির আরেক নাম ওষুধ কোম্পানির প্রতিনিধি

প্রেসক্রিপশন দেখতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়। ছবি : কালবেলা
প্রেসক্রিপশন দেখতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভোগান্তির আরেক নাম ওষুধ কোম্পানির প্রতিনিধি। রোগীদের পথরোধ করে হাত থেকে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) ছিনিয়ে নিয়ে ছবি তোলাই যেন তাদের মূল কাজ। ফলে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের।

সরেজমিনে দেখা যায়, সপ্তাহের সাত দিনই চিকিৎসকের কক্ষের সামনে ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগেই থাকে। রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে বের হলে তাদের প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে টানাহেঁচড়া করেন। ছবি তোলেন, দেখেন কোন কোম্পানির ওষুধ লেখা হয়েছে।

আবার কেউ কেউ রোগীকে অপেক্ষায় রেখে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ সেরে নিচ্ছেন। প্রতিনিয়তই চোখে পড়ে এসব দৃশ্য। এতে বিব্রতকর অবস্থায় পড়ছেন রোগী ও তাদের স্বজনরা। এভাবে তারা প্রতিনিয়তই চিকিৎসক ও রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটাচ্ছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন জানান, তার মাকে নিয়ে চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ১০/১৫ জন লোক এসে তার হাতে থাকা প্রেসক্রিপশন নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। হাসপাতালে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি কাম্য নয়৷

সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আফরিজ সুলতানা নামের আরেকজন নারী রোগী জানান, চিকিৎসা নিতে আসা রোগীর চেয়ে বেশি ভিড় জমায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। তাদের কারণে আমাদের মতো সাধারণ রোগীরা বেশ ক্ষুব্ধ। তাদের জন্য ডাক্তারদের সঙ্গে ভালোভাবে কথাও বলা যায় না। প্রেসক্রিপশন নিয়ে বের হলেই তারা চারদিক থেকে ছিনতাইকারীর মতো ঘিরে ফেলে৷

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী কালবেলাকে বলেন, হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সপ্তাহে দুদিন আসার জন্য লিখিত ও মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও ৩১ শয্যার জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। জনবল তুলনামূলক কম থাকায় সার্বিক ব্যবস্থাপনায় একটু ঘাটতি হচ্ছে। ওষুধ কোম্পানির প্রতিনিধির সপ্তাহে দুদিন থাকার কথা থাকলেও বাকি দিনগুলোতে হাসপাতাল চত্বরে আমাদের অবর্তমানে অবস্থান করে৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগের কারণ

সরকারের ইশারাতেই আবদুল হামিদ দেশ ছাড়েন : ভিপি নুর

ফাইনালে বার্সার মুখোমুখি না হওয়ায় খুশি পিএসজি কোচ

আবারও সোনার দামে বড় পতন

রাজশাহীতে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতি আসনে একক প্রার্থী দিবে সমমনা ইসলামী দলগুলো

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজন : সেনাপ্রধান

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই খেলাফত মজলিস

‘আপনাকে যাতে জুলাইয়ের গাদ্দার বলে ঘোষণা দেওয়া না লাগে’

১০

ভারতের হামলায় যে প্রতিক্রিয়া জানালেন মাহিরা খান ও হানিয়া আমির

১১

ব্যাংক খোলা থাকবে চলতি মাসের দুই শনিবার

১২

প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে বিনিয়োগে আগ্রহী জাইকা

১৩

সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ / ‘জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে আমি চলে যাব’

১৪

উপাচার্যের পদত্যাগের দাবিতে ববি উত্তাল, পাঠদান কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি

১৫

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারকে জবাবদিহি করতে হবে : সারজিস

১৬

জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ 

১৭

আ.লীগের ক্লিন ইমেজধারীদের বিএনপির সদস্য হওয়া সংক্রান্ত খবরের প্রতিবাদ রিজভীর

১৮

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, চালকসহ নিহত ৩

১৯

পিলখানা হত্যাকাণ্ড তাপসের নেতৃত্বে, জড়িত নানক-মির্জা আজম : আদালতে সাক্ষী

২০
X