নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় পরিত্যক্ত মাটির দোতলা বাড়িতে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় শুক্রবার (০৯ মে) বিকেলে থানায় একটি মামলা হলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বাসিন্দা আজাহারুল ইসলাম (৩৪), এনামুল হক (৩১) ও টিপু সুলতান (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চৌরা সমাসপুর গ্রামের মৃত নাসির উদ্দীনের পরিত্যক্ত মাটির বাড়ির দোতলা বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন