ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, ব্যবসায়ী ভাইয়েরা চাঁদাবাজি-টেন্ডারবাজির কারণে শান্তিতে ব্যবসা করতে পারতেন না। জামায়াতের পক্ষ থেকে আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি, জামায়াত আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসলে এ দেশে চাঁদাবাজ-টেন্ডারবাজ থাকবে না। সকল অন্যায় অবিচারকে শক্ত হাতে দমন করা হবে।
শুক্রবার (০৯ মে) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলার চারিপাড়ায় ওয়ার্ড জামায়াতের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোবারক হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্যায়ের কাছে মাথা নত করে না। যেখানে অন্যায় অনিয়ম সেখানেই প্রতিবাদী কণ্ঠস্বরের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত দিনে আপনারা দেখেছেন ভালো কাজ করতে গিয়ে আমাদের নেতারা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী মিন্টু, কাদের মোল্লাসহ অসংখ্য ভাইদের জীবন দিতে হয়েছে। তারা ইসলাম ছাড়া কারো কাছে মাথা নত করেনি। তারা অন্যায় ও অসত্যের কাছে মাথা নত করেনি।
তিনি আরও বলেন, এতে প্রমাণিত হয়েছে যারা ভালো কাজ করবে, যারা ইসলামের আলোকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে তাদের ওপর বিভিন্ন সময়ে বালামুসিবত আসতে পারে। তাই আমরা আগামী দিনে ইসলামকে বিজয়ী করতে, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে সকল বাধা মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।
সমাবেশে চান্দলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর সভাপতি হুমায়ুন কবির হিরোর সভাপতিত্বে ও সহসভাপতি মো. জালাল উদ্দিন ও মো. আবদুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির খন্দকার মোহাম্মদ শাহজালাল, অ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, মো. ইব্রাহীম খলিল, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক, ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুকুল ইসলাম সম্রাট, মাকসুদুল আলম, ফখরুল আলম লিটন প্রমুখ।
মন্তব্য করুন