বগুড়ার শিবগঞ্জে পরকীয়ার জেরে এক গৃহবধূকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার বানাইল মহল্লার পশ্চিম পাড়া নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন হলেন- বানাইল মহল্লার পশ্চিম পাড়ার সাধন চন্দ্র মোহন্তের স্ত্রী সপ্তমী রানী মোহন্ত ও তার মেয়ে স্বপ্না রানী মোহন্ত।
জানা গেছে, বৃহস্পতিবার (৮ মে) বিকেলে বীনা রানী নামের এক নারী শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন- প্রায় ১০ বছর আগে কুড়াহার মণ্ডলপাড়া গ্রামের বিপুল চন্দ্রের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে তিন বছরের একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে তিনি জানতে পারেন, তার স্বামী বানাইল গ্রামের স্বপ্না রানীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।
ভুক্তভোগী বীনা রানী জানান, ঘটনার দিন (৮ মে) বিকেলে তিনি স্বপ্নার বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে স্বপ্না জানায়, তিনি বিপুলকে বিয়ে করেছে। এরপর বিয়ের প্রমাণ দেখতে চাইলে স্বপ্না ও তার পরিবারের সদস্যরা মিলে বীনার ওপর চড়াও হন। এলোপাতাড়ি মারধরের পর পুতুল তার গলায় ওড়না পেঁচিয়ে ধরে রাখে, আর স্বপ্না ব্লেড ও কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেয়। পরে তিনি তিনজনের নামে থানায় অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড করে ওই দুই নারীকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন