ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গণঅর্থায়নে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (৯ মে) বিকেলে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের খাগুটিয়া এলাকায় বালিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ও এলাকাবাসীর গণঅর্থায়নে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় প্রায় পাঁচ হাজারের বেশি লোক যোগ দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আরিফুল ইসলাম আরিফ বাল্যকাল থেকে মেধাবী, সৎ, ভদ্র ও ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল। মেধার কারণেই সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে শিক্ষার সুযোগ পায়। তখন থেকে সে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আন্দোলন সংগ্রামে থেকে সে বিগত সময়ে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি কারাবরণও করেছেন। তাকে কেন্দ্রীয় ছাত্রদল মূল্যায়ন করেছে। আরিফুল ইসলাম আরিফকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক নিযুক্ত করা হয়েছে।
তারা বলেন, আরিফুলের মতো স্বচ্ছ, মেধাবী ছাত্রের এমন পদ প্রাপ্তি একটি সঠিক মূল্যায়নের প্রতিফলন। সে ছোট থেকেই গ্রামের জন্য, ধামরাইয়ের জন্য বিশেষত শিক্ষা উন্নয়ন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে। সে সবসময় সবার জন্য কাজ করবে এমনটা আমরা বিশ্বাস করি। আর এই পদবি তাকে আরও উৎসাহিত করবে। সেজন্যই সবাই গণঅর্থায়নে এই সংবর্ধনা দিয়েছে।
ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে জন্ম সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের। তার পরিবারের বিএনপিতে ব্যাপক অবদান রয়েছে। এরই ধারাবাহিকতায় একই ইউনিয়নের খাগুটিয়া গ্রাম থেকে আরিফুল ইসলাম আরিফ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে এসেছে। তাকে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে যে সংবর্ধনা দেওয়া হলো এটি বিরল। আমরা আরিফের আরও সফলতা কামনা করি। সে যাতে ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ে নেতৃত্ব দিতে পারে- সে প্রত্যাশা করি।
আরিফুল ইসলাম আরিফ বলেন, জাতীয়তাবাদী আদর্শে শহীদ জিয়ার রাজনীতি করি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা প্রচারে সবাইকে ভূমিকা রাখতে হবে। এর মধ্য দিয়ে দেশের উন্নতি ঘটবে। আমি দলের ক্ষুদ্র একজন কর্মী। দল যে মূল্যায়ন করেছে, আর আজকে গণঅর্থায়নে এলাকাবাসী যে সংবর্ধনা দিয়েছে, এটি থেকে শিক্ষা নিয়ে এই উৎসাহে ভবিষ্যতে দলের জন্য, মানুষের জন্য কাজ করে যাব। এজন্য সবার সহযোগিতা কামনা করি।
এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ছাত্রদলের ঢাকা জেলা উত্তর কমিটির সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি অলিউজ্জামান সোহেল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এইচএম লুৎফর রহমান, ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী ইমাম, সূতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওয়াসিম আকরাম, তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা সানিউর রহমানসহ ঢাকা জেলা, ধামরাইয়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন