সুনামগঞ্জের তাহিরপুরে মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় ৬টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান হাওরের বোয়ালমার সুইচগেইট এলাকায় নৌকা ডুবে তারা নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন, উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলান তাহিরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ফয়েজ মিয়া (৪০) ও একই গ্রামের মছরব আলীর ছেলে শাহ আলম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফয়েজ মিয়া ও শাহ আলম পারিবারিক কাজে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে তাহিরপুর সদর বাজারে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে মাটিয়ান হাওরের বোয়াল মারা স্লুইচগেইট এলাকায় গেলে প্রচণ্ড ঝড়ের সাথে হাওরে প্রবল ঢেউ উঠলে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়। দূরের পাড়ে থাকা অন্য একটি নৌকার মাঝি বিষয়টি দেখে স্থানীয়দের জানায়। পরে ঝড় কমলে স্থানীয়দের নিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তাদের খোঁজ পাওয়া সম্ভব হয়নি। রোববার সন্ধ্যায় এ নিউজ লেখা পর্যন্ত খোঁজাখুঁজি অব্যাহত আছে।
এ বিষয়ে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, বিষয়টি জানতাম না। আপনার মাধ্যমে জানতে পারলাম। এখনই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
মন্তব্য করুন