বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মামলা তুলে নিতে তরুণীকে অপহরণ

শেরপুর থানা, বগুড়া। ছবি : সংগৃহীত
শেরপুর থানা, বগুড়া। ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামিরা মামলা তুলে নিতে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা মামলা দায়ের করেছেন।

সোমবার (১২ মে) শেরপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা।

অপহৃত তরুণী আতিয়া খাতুন (১৮) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনি গ্রামের আমান উল্ল্যাহর মেয়ে। তিনি শেরপুর উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মামলার আসামিরা হলেন- মাহমুদুল হাসান সাব্বির (২১), মোছা. রিক্তা (৪৫), মো. রনি (২৫), মো. রাকিব (১৮), মো. আকাশ (১৮), মোছা. স্বপ্না (৩৫), মো. শামিম (৪০), জরিনা বেগম (৬০)। এ ছাড়া অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রধান আসামি মাহমুদুল হাসান সাব্বির দীর্ঘদিন ধরেই আতিয়াকে উত্ত্যক্ত করত। ২০২৩ সালের ডিসেম্বর মাসে আতিয়ার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন, যার পরিপ্রেক্ষিতে পুলিশ চার্জশিটও জমা দেয়। কিন্তু জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা আবারও ওই তরুণী ও তার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে।

গত শনিবার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে কোচিং শেষে বাসায় ফেরার পথে গাড়িদহ ইউনিয়নের মহিপুর ঢালাই ব্রিজের কাছে ওই তরুণীকে একা পেয়ে আবারও অপহরণ করা হয়। ৫ নম্বর আসামি আকাশ অটোরিকশা নিয়ে গিয়ে আতিয়াকে জোর করে রিকশা তোলেন। এরপর সাব্বির ও রাকিব রিকশায় ওঠে অস্ত্রের ভয় দেখিয়ে আতিয়াকে একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে মুখ বেঁধে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

পর তাকে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। আতিয়া রাজি না হলে তাকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে কিল-ঘুষি মারে এবং গুরুতর শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে মহিপুর এলাকায় গেলে আতিয়া চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে আতিয়ার পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শেরপুর থানার ওসি বলেন, ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবেগ দিয়ে ক্রিকেট বোর্ড চালানো উচিত না : আসিফ মাহমুদ

স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

মৃত স্বামীর সম্পত্তি পেতে দ্বিতীয় স্ত্রীর মামলা, তদন্তের নির্দেশ 

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

দিনদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্য

উপকূলে সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

পূজামণ্ডপে চালের বদলে টাকা, সিন্ডিকেটের কবলে বরাদ্দ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৫৫৬

দুর্গাপূজা উপলক্ষে বিশ্ব হিন্দু ফেডারেশনের সম্প্রীতির বার্তা

১০

সৌদি রাষ্ট্রদূতকে আমি রিজেক্ট করেছি, উপহার ফেরত দিয়েছি : মেঘনা 

১১

আ.লীগ ছাড়লেন ৫ নেতা

১২

দুর্গাপূজার ছুটিতেও সচল থাকবে শুল্ক স্টেশন

১৩

খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

১৪

বাংলাদেশে আসছেন বিশ্বের প্রভাবশালী ৬ আলেম, কবে-কোথায় জেনে নিন

১৫

বৈষম্যবিরোধী আন্দোলন / ৫৫ মামলার চার্জশিট, ১৩৬ জনকে দায়মুক্তি 

১৬

দেশে অরাজক পরিস্থিতির পাঁয়তারা চলছে : রিজভী 

১৭

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

১৮

যাত্রীছাউনি এখন স্বেচ্ছাসেবক লীগ নেতার দোকানের বারান্দা

১৯

নিত্যপণ্যের দাম না কমার কারণ জানালেন অর্থ উপদেষ্টা

২০
X