আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী শাওন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে তাকে গ্রেপ্তার করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার শাওন খান ঝালকাঠির নলছিটি উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের সভাপতি ফিরোজ আলম খানের ছেলে।
জানা গেছে, শাওন খান আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। পরে তিনি আমুর প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটিপতি বনে গেছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি পলাতক ছিলেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আল আমিন তালুকদার বলেন, একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও মামলা রয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা শাওন গ্রেপ্তার হয়েছে। আমাদের এখানের মামলায়ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন