চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার প্রশ্নপত্রে ছিল একাধিক ভুল। বহুনির্বাচনী অংশে এক জায়গায় ছিল ক্রমিক ভুল, অন্য জায়গায় ছিলই না একটি ক্রমিক সংখ্যা। এ নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
মঙ্গলবার (১৩ মে) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসির বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার বহুনির্বাচনী অংশে এ ভুল ধরা পড়ে। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় পাঁচ জেলায় মোট ২১৯টি কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহুনির্বাচনীতে প্রশ্নপত্রের ‘খ’ সেটে দেখা গেছে, প্রশ্নে ১১ নম্বর ক্রমিকটি দুবার। একই প্রশ্নপত্রে নেই ২৬ নম্বর ক্রমিক।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, বহুনির্বাচনী অংশের উত্তরপত্র হাতে মূল্যায়ন করা হয় না। এ উত্তরপত্র স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। তাই প্রশ্নপত্রের এ ভুলের কারণে শিক্ষার্থীরা সঠিক ফল পাবে না। যা সামগ্রিক ফলাফল প্রভাব ফেলতে পারে।
তবে প্রশ্নপত্রের এ ভুলের কারণে কেউ বঞ্চিত হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি কালবেলাকে বলেন, এ প্রশ্নপত্র অন্য বোর্ড থেকে করা হয়েছে। যে কারণেই ভুল হোক, এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। ভুলের কারণে কোনো শিক্ষার্থী বঞ্চিত হবে না। আমরা সবাইকে নম্বর দিয়ে দেব।
মন্তব্য করুন