রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা

শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের পর রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা। ছবি : কালবেলা

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে কলেজটির অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে জানানো হয়েছে, রাজশাহী নার্সিং কলেজে ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) এবং বিএসসি বেসিক নার্সিং ছাত্রছাত্রীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজশাহী নার্সিং কলেজ, রাজশাহীর সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বুধবার দুপুর ১২টার মধ্যে সকল শিক্ষার্থীকে সকল আবাসিক হল (হোস্টেল) ত্যাগের নির্দেশ দেওয়া হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এমন নির্দেশনায় নার্সিং কলেজের শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ। শিক্ষার্থীরা বলেন, আমাদের ওপর হামলা হলো, আমরা আহত ও রক্তাক্ত হলাম। আবার উল্টো আমাদেরকেই শাস্তি দিচ্ছে। আমাদেরকেই লেখাপড়া বাদ দিয়ে এখন হল ত্যাগ করতে বলছে। হল ত্যাগ না করলে শাস্তিও দিবে বলছে। এ কেমন বিচার। হঠাৎ এ নির্দেশনায় দূরের ছাত্রীরা কোথায় যাবে এখন? কীভাবে বাসায় যাবে?

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, আগামী ১৬ মে নার্সিং ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার কেন্দ্র আমাদের রাজশাহী নার্সিং কলেজসহ দেশের বিভিন্ন নার্সিং কলেজ। এ ভর্তি পরীক্ষার একটা বড় বাজেট কিন্তু প্রত্যেক কলেজের অধ্যক্ষই পেয়ে থাকেন। আমি যদি ভুল না করে থাকি তাহলে বর্তমান প্রিন্সিপাল সেই অর্থের লোভে আজ এ অযৌক্তিক নোটিশ জারি করেছে, যেন ক্যাম্পাস পুরা ঠান্ডা থাকে এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমাদের ন্যায্য দাবি ও বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এ নার্সিং শিক্ষায় এসে কেউ নিজের জীবন ক্ষতিগ্রস্ত করুক, সেইটা যেন না হয়।

এ বিষয়ে রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ মোসা. মতিয়ারা খাতুন বলেন, আগামী ১৬ তারিখ থেকে পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায় আমি দুটা ট্যাকেল দিতে পারছি না। সেজন্য সমন্বয় করে আমি অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দুপুরে রাজশাহী নার্সিং কলেজের ৪ বছর মেয়াদি বেসিক বিএসসি কোর্সের শিক্ষার্থীদের ওপর কলেজ চত্বরে হামলার ঘটনা ঘটে। কলেজের দরজা ও কাচ ভাঙচুর করা হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল এলাকা ও ওয়ার্ডের ভেতরেও পুলিশ এবং সেনাবাহিনী কঠোর অবস্থান নেয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের রায়ে সাড়ে ৩ বছর পর চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা সম্ভব জানালেন দুদক চেয়ারম্যান

স্যাটেলাইট চিত্রে দেখা গেল ভারত-পাকিস্তান যুদ্ধের ক্ষয়ক্ষতি

স্ত্রী-মেয়েসহ তারিক সিদ্দিকের ১৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আমিরাতে গেলেন মুস্তাফিজ, তাহলে কি আইপিএল খেলবেন না?

যাত্রীসেবার মান বাড়াতে চান শাহজালালের নতুন নির্বাহী পরিচালক

আইপিডিসি ফাইন্যান্সের প্রথম প্রান্তিকে মুনাফা ৯৮ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি

দিনদুপুরে সোনার দোকানে কৌশলে চুরি

ঈদের আগে দুই শনিবার খোলা প্রাথমিক বিদ্যালয়

ওয়েবিনারে বিশেষজ্ঞরা / সুনীল অর্থনীতির কার্যক্রমে জাতীয় সমন্বয় কর্তৃপক্ষ গঠন প্রয়োজন

১০

দেশের সব আদালতে চালু হচ্ছে নতুন সেবা

১১

মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট

১২

বাংলাদেশি শ্রমিকের মরদেহের সঙ্গে সৌদি মালিকের নিষ্ঠুর আচরণ

১৩

আমরা চাইলে নতুন বিশ্ব গড়তে পারি : প্রধান উপদেষ্টা

১৪

ইমাম-মুয়াজ্জিনদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার আহ্বান আহমাদুল্লাহর

১৫

বিয়ের ৫ মাসে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৬

সাম্য হত্যার পর সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে নড়েচড়ে বসল প্রশাসন

১৭

গরম পানি নিক্ষেপে জবি শিক্ষার্থীদের ক্ষোভ

১৮

সাবেক সেনাসদস্যদের আবেদন নিয়ে আইএসপিআরের বিবৃতি

১৯

কোটাবিহীন প্রাথমিকে বড় নিয়োগের প্রস্তুতি  

২০
X