আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ১৬ মে ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

পাবনার আটঘরিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। ছবি : কালবেলা
পাবনার আটঘরিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। ছবি : কালবেলা

পাবনার আটঘরিয়ায় একটি কলেজের মানেজিং কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় দলের অফিস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তপশিল ঘোষণা করা হয়। অভিভাবক সদস্য মনোনয়নপত্র তোলার শেষদিন ছিল বৃহস্পতিবার। এ দিন দুপুর আড়াইটার দিকে আটঘরিয়া উপজেলা বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক মনোনয়নপত্র তোলেন। কিছুক্ষণ পর জামায়াত সমর্থিত অভিভাবকরা মনোনয়নপত্রের জন্য গেলে অধ্যক্ষ তাদেরকে তা দেয়নি।

পরে জামায়াতে ইসলামীর বেশকিছু নেতাকর্মী সেখানে গিয়ে তাদের মনোনীত একজনের মনোনয়নপত্র চান। এ সময় বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বিএনপির নেতাকর্মীরা জামায়াতের লোকজনদের মারধর করে।

খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক দেবোত্তর বাজারে জড়ো হন। তারা বিক্ষোভ মিছিল নিয়ে দেবোত্তর বাজার ঘুরে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান এবং অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে।

প্রতিবাদে রাত সাড়ে ৭টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করার পর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসব ঘটনায় উভয়দলের নেতাকর্মীদের মধ্যে বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনার ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, জামায়াতের নেতাকর্মী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপির উপজেলা অফিসসহ ৮০-৯০টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর।

জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহসভাপতি আমিরুল ইসলাম বলেন, কলেজের নির্বাচনের মনোনয়ন ফরম না দেওয়ায় এবং কয়েকজন নেতাকর্মীকে মারধোরের প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে বিএনপির নেতাকর্মীরা তাতে হামলা চালায়। এতে ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি সাইদুল ইসলামসহ কমপক্ষে ২০ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান জানান, দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়তের পক্ষ থেকে প্রথমে বিএনপির অফিস ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। পরে জামায়াতের অফিসে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচাপায় প্রাণ গেল কলেজছাত্রের, আহত ২ বন্ধু

ডাক্তার ও জনবল সংকটে সেবাবঞ্চিত ৬ লক্ষাধিক মানুষ

লালমনিরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, মালিক কে?

হেডফোনের জন্যই নিভে গেল নোমানের জীবন

উড্ডয়নের পর খুলে পড়ল বাংলাদেশ বিমানের চাকা

টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

মেহেরপুরে সেনা অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত

ছাত্রদল নেতা সাম্যকে হত্যা একটি চক্রান্তের অংশ : এ্যানি

১০

কমিউনিটি ব্যাংক-অ্যাভিনিউ হোটেল অ্যান্ড স্যুইটস ও পিটাস্টপের সঙ্গে চুক্তি স্বাক্ষর

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ

১২

লাম্পি স্কিনে অর্ধশতাধিক গরুর মৃত্যু, আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

১৪

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ চাইলেন জবিসাস সেক্রেটারি 

১৫

‘অপারেশন সিঁদুরের’ পর সামরিক বাজেট বিপুল বাড়াচ্ছে ভারত

১৬

পেহেলগামে হামলার অজুহাতে দুই হাজারের বেশি কাশ্মীরি আটক

১৭

দুই দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা মারা গেছেন

১৯

ফিফা সভাপতির বিলম্বে ক্ষুব্ধ উয়েফা, ফিফা কংগ্রেসে নাটকীয় ওয়াকআউট

২০
X