আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:৪৩ এএম
আপডেট : ১৬ মে ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় বিএনপি-জামায়াত দফায় দফায় সংঘর্ষে আহত ৩০

পাবনার আটঘরিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। ছবি : কালবেলা
পাবনার আটঘরিয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ। ছবি : কালবেলা

পাবনার আটঘরিয়ায় একটি কলেজের মানেজিং কমিটি নির্বাচনের মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় দলের অফিস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি অনার্স কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনের জন্য কলেজ থেকে তপশিল ঘোষণা করা হয়। অভিভাবক সদস্য মনোনয়নপত্র তোলার শেষদিন ছিল বৃহস্পতিবার। এ দিন দুপুর আড়াইটার দিকে আটঘরিয়া উপজেলা বিএনপি সমর্থিত তিনজন অভিভাবক মনোনয়নপত্র তোলেন। কিছুক্ষণ পর জামায়াত সমর্থিত অভিভাবকরা মনোনয়নপত্রের জন্য গেলে অধ্যক্ষ তাদেরকে তা দেয়নি।

পরে জামায়াতে ইসলামীর বেশকিছু নেতাকর্মী সেখানে গিয়ে তাদের মনোনীত একজনের মনোনয়নপত্র চান। এ সময় বিএনপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এ নিয়ে বিএনপি ও জামায়াতের ইসলামীর নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। বিএনপির নেতাকর্মীরা জামায়াতের লোকজনদের মারধর করে।

খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক দেবোত্তর বাজারে জড়ো হন। তারা বিক্ষোভ মিছিল নিয়ে দেবোত্তর বাজার ঘুরে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান এবং অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে।

প্রতিবাদে রাত সাড়ে ৭টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করার পর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে হামলা চালান। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসব ঘটনায় উভয়দলের নেতাকর্মীদের মধ্যে বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনার ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম বলেন, জামায়াতের নেতাকর্মী ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপির উপজেলা অফিসসহ ৮০-৯০টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় আহত কয়েকজনের অবস্থা গুরুতর।

জামায়াতের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সহসভাপতি আমিরুল ইসলাম বলেন, কলেজের নির্বাচনের মনোনয়ন ফরম না দেওয়ায় এবং কয়েকজন নেতাকর্মীকে মারধোরের প্রতিবাদে স্থানীয় মুসল্লি ও জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে বিএনপির নেতাকর্মীরা তাতে হামলা চালায়। এতে ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি সাইদুল ইসলামসহ কমপক্ষে ২০ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

আটঘরিয়া থানার ওসি শফিকুজ্জামান জানান, দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়তের পক্ষ থেকে প্রথমে বিএনপির অফিস ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। পরে জামায়াতের অফিসে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন / প্রচারণার প্রথম দিনই শিবিরের ব্যানার ভাঙচুর

হিজাব বিতর্কে ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

এই ৩ ভুল করছেন? শত চেষ্টাতেও কমবে না মেদ

একদিন পর ভেসে উঠল ইসমাইলের মরদেহ

বিশ্বে প্রথমবার মানব শরীরে ইনসুলিন উৎপাদন

নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই : হাসনাত

ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৪৭১

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু

বাংলাদেশে শুরু হলো দ্বিতীয় আইসিএফপি সম্মেলন

মালয়েশিয়ায় নিবন্ধিত বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রকাশ

১০

ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে সাদিক কায়েমের পোস্ট

১১

বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’

১২

লন্ডনে তারেক রহমানের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের সাক্ষাৎ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৭০ জন

১৪

ব্যবসায়ী হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৫

ড্রেনে গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল আশপাশের এলাকা

১৬

আমিরকে নিয়ে এশিয়া কাপের জন্য দল ঘোষণা ওমানের

১৭

গাইবান্ধায় কবরস্থান থেকে ৩০টি কঙ্কাল চুরি

১৮

কাতারে জুমার নামাজের সময় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

১৯

বরগুনায় অবৈধ ডায়গনস্টিক সেন্টারে অভিযান

২০
X