সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না : নুর

নরসিংদীতে গণসমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
নরসিংদীতে গণসমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ তারা তাদের রাজনৈতিক ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই- জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি না। জুলাই এ দেশের সব শ্রেণি-পেশার মানুষ, আপামর জনসাধারণের লড়াই সংগ্রামের ফল।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার উদ্যোগে আয়োজিত সাম্য, মানবিক, মর্যাদা ও ন্যায়বিচারের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ১৬ বছরের একদলীয় ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে রাজনৈতিক দল, ছাত্র নেতাদের পাশাপাশি সাধারণ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। নিজেদের জীবন উৎসর্গ করে ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে দেশকে স্বাধীন করেছে। গত ১৬ বছরে স্কুল-কলেজ থেকে শুরু করে সচিবালয়সহ এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে দলীয়করণ করা হয়নি। প্রতিটি জায়গায় দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এমনকি আমাদের মাঝে যে সম্প্রীতি ছিল, সে সামাজিক এবং রাজনৈতিক সম্প্রীতি কেড়ে নিয়ে নরকের বাংলাদেশ হিসেবে পরিণত করেছিল।

তিনি বলেন, গত আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে ফ্যাসিবাদী সরকারের অত্যাচার-নির্যাতন আড়াল করে রাখার চেষ্টা করেছে। ভবিষ্যতে যেন সরকার নির্বাচিত হলে, তারা যেন ক্ষমতায় থাকার জন্য পুলিশ প্রশাসনকে নিজেদের দলীয়করণসহ নিজেদের বাহিনী হিসেবে গড়ে তুলতে না পারে। প্রশাসনকে একটি জবাবদিহিতামূলক প্রশাসক হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশ প্রশাসনসহ গোটা প্রশাসন প্রমোশনের জন্য কোনো রাজনৈতিক নেতার পেছনে ঘুর ঘুর করতে না হয়। তারা তাদের মেধা, দক্ষতা, পেশাদারিত্বের মাধ্যমে যেন পদোন্নতি পায় সে জন্য একটি কমিশন থাকতে হবে।

গণঅধিকার পরিষদ নরসিংদী জেলার সাবেক সভাপতি নান্নু মিয়ার সভাপতিত্বে গণসমাবেশে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি কাউসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নীলা শেখসহ জেলা ও উপজেলার নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১০

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১১

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১২

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৩

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৪

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

১৫

৩ দাবিতে প্রকৌশলী অধিকার আন্দোলনের মানববন্ধন

১৬

রিকশা চালালেও হৃদয়ে শিল্প লালন করেন জাহাঙ্গীর

১৭

বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন জোরদার করার তাগিদ

১৮

বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই জব্দ, ৫৫ জনের নামে মামলা

১৯

ফারুকীর অস্ত্রোপচারসহ সার্বিক পরিস্থিতি জানালেন তিশা

২০
X