মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রায়ে অসন্তুষ্ট সেই শিশুর পরিবার

আদালতে মামলার মূল আসামি হিটু শেখ। পুরোনো ছবি
আদালতে মামলার মূল আসামি হিটু শেখ। পুরোনো ছবি

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। তবে এই রায়ে তাৎক্ষণিকভাবে অসন্তুষ্টি জানিয়েছেন ওই শিশুর মা। তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া তিন আসামি হলেন- শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা রোকেয়া বেগম পেয়েছেন খালাস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত বাদীপক্ষের প্রধান আইনজীবী অ্যাড. এহসানুল হক সমাজি বলেন, আদালতে আমরা প্রসিকিউশন কেইসের বর্ণনা ও অভিযোগ অনুযায়ী সকল আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে পেরেছি। হিটু শেখের সর্বোচ্চ শাস্তি আমরা পেয়েছি।

তিনি বলেন, অন্যান্য আসামিদেরও খালাস দেওয়ায় প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ শেষে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে উচ্চ আদালতে আপিল করার বিষয়টি আমরা আলোচনা করছি।

আদালত প্রাঙ্গণে মামলার বাদী ওই শিশুর মা আয়েশা আক্তার জানান, রায়ে হিটু শেখের ফাঁসির আদেশ হওয়ায় তিনি খুশি। তবে অন্য তিন আসামির বেকসুর খালাস হওয়া ঠিক হয়নি। তিনি উচ্চতর আদালতে এ মামলার আপিল করার আহ্বান জানান।

এর আগে, শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে মাগুরার বিচারিক আদালতে নেওয়া হয়। সেখানে আসামিদের রায় পড়ে শোনানো হয়। এ সময় আসামিরা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি।

উল্লেখ্য, গত ১ মার্চ শনিবার মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ বুধবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়।

এ ঘটনায় ৮ মার্চ নিহত শিশুর মা বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা সেতুর পশ্চিমে ১৫ কিমি যানজট

তেলআবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সবকিছু, এক ইহুদির রোমহর্ষক বর্ণনা

ট্রাম্পের ভিত নড়বড়ে করে দিচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরান-ইসরায়েল হামলা / ট্রাম্প, মাখোঁ ও মেলোনির সঙ্গে সৌদি যুবরাজের আলাপ

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান

ক্লাব বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মায়ামি ও সুয়ারেজ

আটকে পড়া ইরানি হাজিদের প্রসঙ্গে সৌদি বাদশাহর নির্দেশ

ঈদের ফিরতি যাত্রায় দৌলতদিয়ায় চাপ বাড়ছে

ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

১০

আন্ডারডগদের বছরে ক্রিকেটের মঞ্চে ইতিহাস গড়ার পথে দক্ষিণ আফ্রিকা

১১

সিঙ্গাপুর থেকে এসে ধরা খেলেন শাহীন

১২

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

১৩

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় 

১৪

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি

১৫

ভারী ‘মারণাস্ত্র’ থাকবে না পুলিশের কাছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৬

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলছেন রাজনীতিবিদরা

১৭

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

১৮

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৯

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

২০
X