দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) রাত পৌনে ১২টার দিকে ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোহাগ হোসেন (২৬) ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার চকসাহাবাজপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে ও তোজাম্মেল হক (৩৬) বিরামপুর উপজেলার কুর্শাখালী বুচকি গ্রামের মৃত নজমুল হকের ছেলে। তারা দুজনই পেশায় হোটেল শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহীরা পৌরসভার সামনে আসার পরপরই বিরামপুর থেকে দিনাজপুরগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে একজনের এবং স্বাস্থ্য কমপ্লেক্সে অপরজনের মৃত্যু হয়েছে। তবে গাড়িটি ট্রাক নাকি মাইক্রোবাস নাকি অন্যকোনো যানবাহন ছিল তা চিহ্নিত করা যায়নি।
নিহত সোহাগের বড় ভাই রশিদুল ইসলাম বলেন, রাতে হোটেলের কাজ শেষ করে সোহাগ হোসেন তার বন্ধু তোজাম্মেল হককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ফুলবাড়ী শহরের দিকে আসার সময় পৌরসভা কার্যালয়ে পৌঁছানোর পরপরই পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার ছোটভাই সোহাগ হোসেনের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তোজাম্মেল হককে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর তারও সেখানে মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন, মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। মরদেহ দুটি স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত সোহাগের বড় ভাই রশিদুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে সড়ক আইনে মামলা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি শনাক্ত করাসহ গাড়ির চালক ও হেলপারকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মন্তব্য করুন