কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের হাতেই লেখা হবে আগামীর বাংলাদেশের ইতিহাস : মুন্না

খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

তরুণদের হাতেই আগামীর বাংলাদেশের ইতিহাস লেখা হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (১৭ মে) বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।

মোনায়েম মুন্না বলেন, দেশের জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগের একটি ইতিহাস আছে, গণতন্ত্র হত্যা করার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা প্রণয়নের ইতিহাস। সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করার ইতিহাস। তারুণ্যের হাত ধরে পতন হয়েছে সেই আওয়ামী ফ্যাসিবাদ শাসনামলের।

তিনি বলেন, আগামী রাজনীতিতে তারুণ্যের ছোঁয়া নিয়ে দলকে শক্তিশালী করতে মাঠে নেমেছে বিএনপি। আমাদের লক্ষ্য, তরুণরা যেন রাজনীতি সচেতন হন এবং ভোটের অধিকার সম্পর্কে সজাগ থাকেন।

যুবদলের সভাপতি বলেন, রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই বিএনপির পক্ষ থেকে ৩১ দফা রূপরেখা ঘোষণা করা হয়েছে। এটি কোনো দলীয় স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা। এই জাতি, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ক্ষেত্র বিশেষে সংস্কারের প্রয়োজন আছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, এ দেশের মানুষ গত ১৫-১৬ বছর যে আন্দোলন-সংগ্রাম করেছে, সেটার মূল উদ্দেশ্য- বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা। সে জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত ১৫-১৬ বছর ভোট দিতে পারেনি। অবৈধ স্বৈরাচার সরকার তখন বিনা ভোটে, রাতের ভোটে নিজের মতো করে ক্ষমতায় বসেছিল।

মোনায়েম মুন্না বলেন, পাটশিল্পের তীর্থস্থান ছিল খুলনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তাঁবেদার সরকার ভারতের প্রেসক্রিপশনে পাটশিল্প ধ্বংস করেছে।

তিনি বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলতে চাই, প্রিয় নেতা তারেক রহমান তার উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলাদেশের সব শিল্পকে পুনরুজ্জীবিত করবে, পুনরুত্থান ঘটাবে ইনশাআল্লাহ। খুলনা ও বরিশাল বিভাগের সব তরুণ শুধু শ্রম দিয়ে নয়, চিন্তা ও মেধা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা মাঠে থাকব।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

১০

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

১১

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

১২

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

১৩

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

১৪

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১৫

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১৬

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১৭

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

১৯

ডাকসুতে শিবিরের ভিপি-জিএস প্রার্থী হচ্ছেন যারা

২০
X