কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন কুড়িগ্রামের ২৯ জন

পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়া কুড়িগ্রামের ২৯ জন। ছবি : কালবেলা
পুলিশের কনস্টেবল পদে চাকরি পাওয়া কুড়িগ্রামের ২৯ জন। ছবি : কালবেলা

কুড়িগ্রামে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়েছেন ২৯ জন। কনস্টেবল পদে চাকরি পাওয়া এসব নারী-পুরুষদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

শনিবার (১৭ মে) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় চাকরি পাওয়া ২৯ জন প্রার্থীদের পুলিশ লাইন্সে নিয়ে আলোচনা করা হয়। এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়া ২৯ জন উত্তীর্ণ প্রার্থীর অনেকে তাদের মতামত প্রকাশের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন, পাশাপাশি অনেকে আনন্দে কান্না শুরু করেন।

এসব প্রার্থীর মধ্যে অনেকেই রিকশাচালকের সন্তান, কারো পিতা দরিদ্র কৃষক, কারো পিতা ঘোড়া গাড়িচালক, মাঝি এবং অনেকেই অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা মেধাবী সন্তান। তারা শতভাগ স্বচ্ছতা, মেধা ও নিজ যোগ্যতায় চাকরি পেয়ে নিয়োগ সংশ্লিষ্ট সবাইকে ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাতে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে কনস্টেবল পদে চাকরি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মো. মাহফুজুর রহমান উপস্থিত সবার সামনে ২৯ জন নারী-পুরুষকে কনস্টেবল নির্বাচিত করেন। পরে সবাইকে শুভেচ্ছা জানান।

এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ২৯ জনের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১ হাজার ৮শ ৩৫ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই শেষে ৫শ ৮১ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে। এবং লিখিত পরীক্ষায় ১শ ১৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। তারমধ্যে চূড়ান্তভাবে মেধায় ২৯ জনকে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাধ্যমে সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ২৯ জন উত্তীর্ণ প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার জন্য বলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

জামায়াতের ৩ নেতা গেলেন ইসিতে

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

স্বস্তিকার আক্ষেপ

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

দীর্ঘদিন মনের ভেতর রাগ চেপে রাখছেন? যেসব ক্ষতি হতে পারে

১০

যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

১১

আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বুবলি

১২

বিশ্বকাপে না খেললে পথে বসবে পাকিস্তানের সম্প্রচারকারীরা!

১৩

খালেদা জিয়ার ত্যাগের সম্মানে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে : রহমাতুল্লাহ

১৪

সবসময় একা থাকতে ভালো লাগে? এটা কীসের লক্ষণ জেনে নিন

১৫

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব : ফয়জুল করীম

১৬

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

১৭

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

১৮

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

১৯

ভোলায় সড়কে ঝরল ৩ প্রাণ

২০
X