সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, চুরির অভিযোগে মামলা

যমুনা নদীর তীরে ভেড়ানো ট্যাগবোট জাহাজ। ছবি : কালবেলা
যমুনা নদীর তীরে ভেড়ানো ট্যাগবোট জাহাজ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে ভেড়ানো বেওয়ারিশ সেই ট্যাগবোট জাহাজটির মালিকের সন্ধান পাওয়া গেছে। এটি যমুনা রেলসেতুর কাজে ভাড়া নেওয়া হয়েছিল।

সেখান থেকে জাহাজটি চুরি হয়। চুরির অভিযোগে নৈশ প্রহরীসহ তিনজনের বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী থানায় মামলা হয়েছে।

রোববার (১৮ মে) বিকেলে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন কালবেলাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে ট্যাগবোট জাহাজ চুরির ঘটনায় মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। শনিবার রাতে মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম টাঙ্গাইলের কালিহাতী থানার গরিলাবাড়ি গ্রামের বাসিন্দা। বাকি দুজন তার সহযোগী।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘এম টি আনোয়ারা নাসির-২’ নামের নৌযানটি তিনতলা বিশিষ্ট একটি পুরোনো টাগবোট। গত ২ মে জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের ৫শ গজ দক্ষিণে দেখা যায়। দুয়েকদিন পর ১০-১৫ জনের একটি চক্র লোহা কাটার যন্ত্র নিয়ে এর ওপরের অংশ এবং ইঞ্জিনটি কেটে নৌকা ভর্তি করে নিয়ে যায়।

বিষয়টি পুলিশ জানার পর তারা আর আসেনি। দুই সপ্তাহ পর বৃহস্পতিবার জাহাজটির মালিকের সন্ধান পাওয়া যায়। মালিকানা প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির পক্ষ থেকে থানায় যোগাযোগ করলে পুলিশ নিশ্চিত হয় এটি তাদের জাহাজ।

মেসার্স এম নাসির অ্যান্ড কোম্পানির ম্যানেজার (অপারেশন) সুমন সাহা জানান, চাঁদগাঁও এলাকার বাসিন্দা মো. নাসির উদ্দিনের ১০/১২টি জাহাজ রয়েছে। এমটি আনোয়ারা নাসির-২ জাহাজটি যমুনা রেলসেতু বাস্তবায়নকারী সাব-ঠিকাদারী প্রতিষ্ঠান টিএলএনকে ভাড়া দেওয়া হয়েছিল। সেতুর কাজ শেষে ওই কোম্পানি চলে যায়।

এরপর যমুনায় নাব্যতা সংকটের কারণে জাহাজটি নদীর পূর্বপাড়ে ভিড়িয়ে রাখা হয়। জাহাজটি দেখাশোনার জন্য নৈশ প্রহরী জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি বলেন, জাহাজটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। ইতিমধ্যে এর ৫৫ থেকে ৬০ লাখ টাকার যন্ত্রাংশ চুরি করে নেওয়া হয়েছে।

মালিক মো. নাসির উদ্দিনের ছেলে শাহেদ নাসির বলেন, জাহাজটি দেখাশোনার জন্য গার্ড জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে আমাদের বলেছিল জাহাজ ঠিকঠাক আছে। কিন্তু গার্ড জাহাঙ্গীর অন্য কারও সঙ্গে যুক্ত হয়ে এটা চুরি করেছে। পরবর্তীতে আমরা বিষয়টি জানতে পেরে থানায় মামলা দায়ের করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যাকাণ্ডের চার্জশিট নিয়ে ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া

ক্রিকবাজের দাবি / আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি

নতুন যে বার্তা দিলেন ‍মুস্তাফিজ

চমক রেখে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা লঙ্কানদের

২৮ ভরি স্বর্ণ জামায়াত প্রার্থীর, পেয়েছেন বিয়েতে উপহার

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা টিআইবির

প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে যা বলছে অধিদপ্তর

মেশিনেই ফের জকসুর ভোট গণনার সিদ্ধান্ত

চেকপোস্টে ফাঁকি দিয়ে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ

আকাশ গো ওটিটির যাত্রা শুরু

১০

আগ্রাসন বিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার

১১

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

১২

বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

১৩

তারেক রহমানের নিরাপত্তা টিমে যুক্ত হলেন আরও ৩ জন

১৪

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

১৫

আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠান বুধবার 

১৬

বিশ্বকাপে ভারতে না গেলে আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি!

১৭

কৃষক লীগ নেতা আব্দুর রহমান গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে জামায়াতের কোটিপতি প্রার্থী, সম্পদ কত?

১৯

ঝালকাঠিতে ইনসাফ মঞ্চের যাত্রা শুরু

২০
X