সাভারের বিরুলিয়ায় কথিত ‘রেলিক সিটি’ প্রকল্প ও স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু নূরুজ্জামানের বিরুদ্ধে কৃষিজমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার (২১ মে) বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেলিক সিটি নামের অনুমোদনহীন একটি আবাসন প্রকল্প বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নের অন্তর্গত ১০টি গ্রামের কৃষিজমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে। চটকদার বিজ্ঞাপন ও ভুয়া কাগজপত্র দেখিয়ে সহজ-সরল প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। প্রকল্পটির কোনো বৈধতা বা পরিবেশ ছাড়পত্র না থাকলেও সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামবাসীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, নামজারি ছাড়া ৮ হাজার বিঘা জমি নিয়ে তারা ব্যবসা করছে। প্রতিবাদ করলে মারধর, চাঁদাবাজির মামলা ও হুমকির শিকার হচ্ছি আমরা।
আরেক গ্রামবাসী বিল্লাল হোসেন জানান, আমরা কৃষিকাজ করে বাঁচি। অথচ তিন ফসলি জমিতে বালু ভরাট করে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। জমির ওপর তাদের এক শতাংশ বৈধ কাগজ নেই।
ভুক্তভোগীরা দাবি করেন, ভূমিদস্যু নূরুজ্জামান স্থানীয় সন্ত্রাসী চক্র ও জমি দালালদের নিয়ে সরকারি খাল, জলাশয় এবং ব্যক্তিমালিকানাধীন জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। সে নিজেকে সাভার উপজেলা আওয়ামী লীগের এক নেতার ভাগ্নের সহযোগী হিসেবে পরিচয় দিয়ে নানা প্রভাব খাটাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, নূরুজ্জামান একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সাংবাদিকদের বিরুদ্ধেও মিথ্যা মামলা ও হুমকি দিচ্ছেন। এমনকি সম্প্রতি যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন সেলের প্রধান অপূর্ব আলাউদ্দিনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে একজন রিপোর্টারকে হুমকি দেন এবং থানায় একটি মিথ্যা সাধারণ ডায়েরি করেন।
মানববন্ধনে বক্তারা চিহ্নিত ভূমিদস্যু নূরুজ্জামান এবং তার বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মন্তব্য করুন