সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন

ইন্টারপোলের এক আসামির ষড়যন্ত্রে মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার

ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের নেতারা। ছবি : কালবেলা
ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের নেতারা। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে দুটি পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার (২৮ আগস্ট) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগ যৌথভাবে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা সভাপতি মো. আক্কাস আলী।

এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু, কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সম্পাদক রানা হামিদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রন্তিকর হিসেবে দাবি করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের এজেন্টরা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এই কল্পনাপ্রসূত সংবাদ পরিবেশন করেছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় শ্রমিক লীগ নেতা আক্কাস আলী অভিযোগ করেন, ইন্টারপোলের আসামি কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিন্টুর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশে সহায়তা করেছেন।

তিনি বলেন, কালীগঞ্জের নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আনারের শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাইদুল করিম মিন্টু কালীগঞ্জে প্রতিনিয়ত সেখানে সভা সমাবেশ করছেন। তার সেই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। সাইদুল করীম মিন্টুর এই জনপ্রিয়তায় এমপি আনারের ক্ষমতা ও বিভীষিকার সাম্রাজ্যে ফাটল ধরেছে। সে কারণে এমপি আনারের চক্রান্তে ঢাকার দুটি পত্রিকা এক নারীর সঙ্গে মিন্টুর এডিট করা ছবি প্রকাশ করেছে। এটা একটা ঘৃণ্য ষড়যন্ত্র।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ অভিযোগ করেন, সোমবার প্রথম এমপি আনোয়ারুল আজিম আনারের পিএস আব্দুর রউফ নিজের ফেসবুকে ওই সংবাদের কপি পোস্ট করেন। এরপর তিনি বিভিন্ন লোকের ম্যাসেঞ্জারে পাঠিয়ে পত্রিকায় প্রকাশিত নিউজ ফিড প্রচার করতে বাধ্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, এমপি আনারের পিএস একসময় বিএনপি করত এবং বিএনপির এমপির নির্বাচনী এজেন্ট ছিল।

জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান এই মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তারা বলেন, সাইদুল করিম মিন্টুকে কালীগঞ্জের মানুষ ভালোবাসেন। এমন মিথ্যা ডিজিটাল খবর প্রকাশ করে মিন্টু ও তার সমর্থকদের দমানো যাবে না। উল্লেখ্য, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা পত্রিকায় সোমবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে এক নারীর অন্তরঙ্গ ছবি দিয়ে ‘ঝিনাইদহের আতংক মিন্টু’ এবং ঢাকা প্রতিদিন পত্রিকায় ‘ঝিনাইদহে অজ্ঞাত ক্ষমতায় বেজায় দাপুটে মিন্টু’ শিরোনামে পৃথক দুটি সংবাদ প্রকাশ করে। সোমবার বেলা ১১টার দিকে পত্রিকায় কাটিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১০

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১১

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১২

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৩

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৪

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৫

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৬

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৭

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৮

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৯

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

২০
X