কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহ প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন

ইন্টারপোলের এক আসামির ষড়যন্ত্রে মিন্টুর বিরুদ্ধে অপপ্রচার

ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের নেতারা। ছবি : কালবেলা
ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগের নেতারা। ছবি : কালবেলা

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে দুটি পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সোমবার (২৮ আগস্ট) বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও যুবলীগ যৌথভাবে ঝিনাইদহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের ঝিনাইদহ জেলা সভাপতি মো. আক্কাস আলী।

এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু, কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সম্পাদক রানা হামিদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন। প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও বিভ্রন্তিকর হিসেবে দাবি করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের এজেন্টরা সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এই কল্পনাপ্রসূত সংবাদ পরিবেশন করেছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় শ্রমিক লীগ নেতা আক্কাস আলী অভিযোগ করেন, ইন্টারপোলের আসামি কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মিন্টুর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশে সহায়তা করেছেন।

তিনি বলেন, কালীগঞ্জের নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আনারের শোষণ ও নির্যাতনের হাত থেকে রক্ষা করতে গিয়ে সাইদুল করিম মিন্টু কালীগঞ্জে প্রতিনিয়ত সেখানে সভা সমাবেশ করছেন। তার সেই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। সাইদুল করীম মিন্টুর এই জনপ্রিয়তায় এমপি আনারের ক্ষমতা ও বিভীষিকার সাম্রাজ্যে ফাটল ধরেছে। সে কারণে এমপি আনারের চক্রান্তে ঢাকার দুটি পত্রিকা এক নারীর সঙ্গে মিন্টুর এডিট করা ছবি প্রকাশ করেছে। এটা একটা ঘৃণ্য ষড়যন্ত্র।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ অভিযোগ করেন, সোমবার প্রথম এমপি আনোয়ারুল আজিম আনারের পিএস আব্দুর রউফ নিজের ফেসবুকে ওই সংবাদের কপি পোস্ট করেন। এরপর তিনি বিভিন্ন লোকের ম্যাসেঞ্জারে পাঠিয়ে পত্রিকায় প্রকাশিত নিউজ ফিড প্রচার করতে বাধ্য করেন।

তিনি আরও অভিযোগ করেন, এমপি আনারের পিএস একসময় বিএনপি করত এবং বিএনপির এমপির নির্বাচনী এজেন্ট ছিল।

জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান এই মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। তারা বলেন, সাইদুল করিম মিন্টুকে কালীগঞ্জের মানুষ ভালোবাসেন। এমন মিথ্যা ডিজিটাল খবর প্রকাশ করে মিন্টু ও তার সমর্থকদের দমানো যাবে না। উল্লেখ্য, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশ বাংলা পত্রিকায় সোমবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নিয়ে এক নারীর অন্তরঙ্গ ছবি দিয়ে ‘ঝিনাইদহের আতংক মিন্টু’ এবং ঢাকা প্রতিদিন পত্রিকায় ‘ঝিনাইদহে অজ্ঞাত ক্ষমতায় বেজায় দাপুটে মিন্টু’ শিরোনামে পৃথক দুটি সংবাদ প্রকাশ করে। সোমবার বেলা ১১টার দিকে পত্রিকায় কাটিং দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর প্রকাশিত হলে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ঈদে ১০ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে

বিশ্ব মা দিবস উপলক্ষে ‘শ্রদ্ধা’ ও ‘বিশ্বরঙ’ দিচ্ছে ২০ শতাংশ মূল্যছাড়

জবির পরিবহন প্রশাসকের দায়িত্বে তারেক বিন আতিক

আ.লীগ নেতা মান্নান হত্যা / ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫: আতিথেয়তার মাঠে ক্রিকেটের মহোৎসব

টেকসই উন্নয়নের জন্য সব খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার

জিআই স্বীকৃতি পেল নওগাঁর ‘নাক ফজলি আম’

সিরিয়ায় হামলা, ইসরায়েলের বিমানকে আটকে দিল তুরস্ক

জামায়াত নেতা এটিএম আজহারের আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার

ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

১০

ভারতের পেসার মোহাম্মদ শামিকে হত্যার হুমকি

১১

ঐকমত্য কমিশনকে ‘মৌলিক সংস্কারের রূপরেখা’ দিল এনসিপি

১২

ফেনী জেলা আ.লীগের আইন সম্পাদক শাহজাহান গ্রেপ্তার

১৩

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিক্ষকসহ ১৩০ জনের নামে মামলা

১৪

ইন্টার কোচের চোখে ফাইনালের টিকিট আটকে আছে কার পায়ে?

১৫

বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর

১৬

খালেদা জিয়াকে নিয়ে সারজিসের স্ট্যাটাস

১৭

আরও ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস

১৮

টানা তিন দিনের হামলা, সুদানে বন্দরনগরীতে ভয়াবহ বিস্ফোরণ

১৯

পেদ্রির প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কিংবদন্তি

২০
X