চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কাউকে ফরম দেওয়া যাবে না : সেলিম ভূঁইয়া

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ অন্যরা। ছবি : কালবেলা
চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, কোনো অবস্থাতেই আওয়ামী লীগের কাউকে ফরম দেওয়া যাবে না। যিনি দিবেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিগত দিনে যারা আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে ওই মামলায় যারা সাক্ষী হয়েছে তাদেরও সদস্য করা যাবে না।

শনিবার (২৪ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, আমি মনে করি ফরম বিতরণে চাঁদপুর প্রথম হবে। কারণ চাঁদপুর বিএনপির দুর্গ। আগামী দিনে আপনাদের সতর্ক থাকতে হবে। যাতে বিতর্কিত কেউ দলে প্রবেশ করতে না পারে। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল তারাই যেন আগামী দিনে মূল্যায়ন পায়।

তিনি আরও বলেন, তবে যারা বিগত দিনে আওয়ামী লীগের ধারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি যারা বাধ্য হয়ে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে গিয়েছে তাদের বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করে বিবেচিত করতে পারেন।

কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, ড. ইউনূস সাহেব একটি কিংস পার্টি গঠন করেছে কিছু শিশু সুলভ ছেলেদের দিয়ে। জুলাই আন্দোলনে আমাদের ছেলেরা জীবন দিয়েছে। শুধু কি ছাত্ররা জীবন দিয়েছে। পুরো আন্দোলনটি তারেক রহমানের নির্দেশেই পরিচালিত হয়েছে। যদি তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিতেন তাহলে ৫ আগস্ট শেখ হাসিনার পতন সম্ভব হতো না।

সেলিম ভূঁইয়া বলেন, আমাদের ইশরাককে কোর্টের রায়ের পরও শপথ পড়তে দেওয়া হয়নি। ফলে আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে। সার্বিক দিক দেখে ড. ইউনূস মনে করেছে আর দায়িত্ব পালন সম্ভব নয়। এ কথাটিও তিনি তার লোকদের কাছে বললেন। বিএনপিকে সাক্ষাৎ দেননি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান যা যা বলেছে তা তা বাস্তবায়ন করবে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (কুমিল্লা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক হাজি মোস্তাক মিয়া।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ, সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, নূরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি

বিএনপিতে যোগ দিলেন চাকমা সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

বাড়ির মালিক যখন ভাড়াটে হয়ে যায়

আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

১০

চুল পড়া কমাতে নিয়মিত খাবেন যে ৫ খাবার

১১

বিশ্বকাপ বয়কটের ডাক ফিফার সাবেক সভাপতির

১২

ফ্রিজে রাখা ভাত বারবার গরম করে খেলে কী হয়? যা বলছেন চিকিৎসকরা

১৩

ইতালিতে সন্ত্রাসবাদ মামলায় দণ্ডিত বাংলাদেশি যুবককে স্থায়ী বহিষ্কার 

১৪

জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপি নেতার পদত্যাগ 

১৫

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের রেকর্ড

১৬

ইনসাফের বাংলাদেশ গড়তে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি : মঞ্জু

১৭

সিআরইউর সভাপতি লিটন সেক্রেটারি মামুন প্রচার সম্পাদক রকি

১৮

জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

১৯

ঢাকায় প্রথমবার নারী সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

২০
X