শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণের পরেই বেহাল দশা পাকা সড়কের

নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া পাকা সড়ক। ছবি : কালবেলা
নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া পাকা সড়ক। ছবি : কালবেলা

কাজ শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই ভেঙে বেহাল দশা হয়েছে পিচ ঢালাই করা সড়কের, উঠে যাচ্ছে পিচ। সড়কের দুই পাশে ভালোভাবে মাটি না দিয়ে, সড়কের উপরের গাছ, দেয়াল ও বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই কাজ শেষ করেছেন ঠিকাদার। এতে জায়গায় জায়গায় জমছে বৃষ্টির পানি।

দীর্ঘদিনের ভোগান্তির পর পাকা সড়ক নির্মাণে আশার আলো দেখা স্থানীয়রা এ ঘটনায় হয়েছেন হতবাক। নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ জশপুর-কাদৈর বাজার সড়কে।

জানা গেছে, ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয় চুক্তিতে ৩ হাজার ১৮০ মিটার সড়ক নির্মাণের ঠিকাদারি কাজ পায় শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান মজুমদার ট্রেডার্স। ২০২৪-এর ২৫ আগস্ট শুরু করে একই বছরের ১২ ডিসেম্বর কাজ শেষ করার নির্ধারিত সময় থাকলেও ঠিকাদার চলতি মাসে কাজ শেষ করে। কাজ শেষের সপ্তাহখানেক পর একদিনের বৃষ্টিতে তিন কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় ফাটল ধরে ও ভেঙে পড়ে।

রোববার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে নবনির্মিত সড়কের দুই পাশে ভেঙে পড়েছে। পিচঢালা সড়কের গর্তগুলো মাটি দিয়ে ভরাট করছেন শ্রমিকরা।

পুরো সড়কজুড়েই এমন ভাঙনের চিত্র। হাতের স্বাভাবিক টানে উঠে যাচ্ছে পিচ। চাকা চাকা পিচের অংশ হাতে নিয়ে চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। স্থানে স্থানে জমেছে বৃষ্টির পানি। সড়কের মাঝেই ঠাঁয় দাঁড়িয়ে বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। সেগুলোর চারপাশ দিয়ে করা হয়েছে পিচঢালাই। সড়ক নিরাপত্তায় সড়কের দুপাশে ভালোভাবে মাটি দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি। সামান্য পায়ের ঘষাতেই উঠে যাচ্ছে সড়কের পাথর। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এমন নিম্নমানের সড়ক তৈরি হয়েছে।

স্থানীয় যুবক তারেক জানান, কাজের অনিয়ম দেখে শুরুতেই আমি প্রতিবাদ করি। কিন্তু কে শোনে কার কথা। রাতের অন্ধকারে ডাম্প ট্রাক দিয়ে বিক্রি করতে দেখা যায় সড়কের দুপাশের মাটি।

স্থানীয় রজব আলী জানান, নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ঠিকাদারের লোক লেবার সর্দার জিয়া হুমকি-ধমকি দিয়ে বলে আমরা রাস্তার কাজ করি, তোরা কী জানিস?

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আ.লীগ নেতা খলিলুর রহমান পলাতক। তার কাজের দায়িত্বপ্রাপ্ত লোক আবদুল কাদের নিম্নমানের কাজের প্রসঙ্গে বলেন, চুক্তি অনুযায়ী আগামী এক বছর সড়কের ত্রুটি দেখা দিলে তা মেরামত করার দায়িত্ব আমাদের। সড়ক ভেঙেছে, খসে পড়ছে, তা আবার মেরামত করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, ঠিকাদার এখনো কাজ বুঝিয়ে দেয়নি। কাজ চলমান। কাজ বুঝিয়ে দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে বিল দেওয়া হবে। এছাড়াও কাজ বুঝিয়ে দেওয়ার পর এক বছর পর্যন্ত সমস্যা হলে তা সমাধানের দায়দায়িত্ব ঠিকাদারের। পাকা সড়কের ভাঙা অংশ মাটি দিয়ে ভরাটের সুযোগ নেই বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর মেরে মানুষ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জমিয়তের

ফেনীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরের দাবি ও আহ্বান

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

হেফাজত আমিরের দোয়া নিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী

এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল, শিক্ষার্থীর মাথায় হাত

আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে হবে : গোলাম পরওয়ার

অপরাধীদের বিচার না হওয়ায় সহিংসতার ঘটনা ঘটছে : সনাতনী জোট

১০

মালিকানা জটিলতায় ইউরোপা লিগ থেকে বাদ ইংলিশ ক্লাব

১১

‘এই দৃশ্য জাহেলিয়াতের নিষ্ঠুরতাকে স্মরণ করিয়ে দেয়'

১২

মিডফোর্ডে ব্যবসায়ীকে হত্যা / বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : ফখরুল

১৩

হত্যার চিরকুট নিয়ে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম

১৪

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের অভিন্ন লক্ষ্য

১৫

‘ব্যবসায়ীকে হত্যার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি’

১৬

হকিতে লিড নিয়েও জাপানের কাছে হার বাংলাদেশের

১৭

‘সিরিয়াল কিসার’ তকমা পছন্দ করেন না ইমরান হাশমি

১৮

দাবায় চ্যাম্পিয়ন সুব্রত বিশ্বাস

১৯

ভোটের অপেক্ষায় দিন গুনছে দেশের মানুষ : ড. ফরিদুজ্জামান

২০
X