চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণের পরেই বেহাল দশা পাকা সড়কের

নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া পাকা সড়ক। ছবি : কালবেলা
নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া পাকা সড়ক। ছবি : কালবেলা

কাজ শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই ভেঙে বেহাল দশা হয়েছে পিচ ঢালাই করা সড়কের, উঠে যাচ্ছে পিচ। সড়কের দুই পাশে ভালোভাবে মাটি না দিয়ে, সড়কের উপরের গাছ, দেয়াল ও বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই কাজ শেষ করেছেন ঠিকাদার। এতে জায়গায় জায়গায় জমছে বৃষ্টির পানি।

দীর্ঘদিনের ভোগান্তির পর পাকা সড়ক নির্মাণে আশার আলো দেখা স্থানীয়রা এ ঘটনায় হয়েছেন হতবাক। নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ জশপুর-কাদৈর বাজার সড়কে।

জানা গেছে, ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয় চুক্তিতে ৩ হাজার ১৮০ মিটার সড়ক নির্মাণের ঠিকাদারি কাজ পায় শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান মজুমদার ট্রেডার্স। ২০২৪-এর ২৫ আগস্ট শুরু করে একই বছরের ১২ ডিসেম্বর কাজ শেষ করার নির্ধারিত সময় থাকলেও ঠিকাদার চলতি মাসে কাজ শেষ করে। কাজ শেষের সপ্তাহখানেক পর একদিনের বৃষ্টিতে তিন কিলোমিটার সড়কের অধিকাংশ জায়গায় ফাটল ধরে ও ভেঙে পড়ে।

রোববার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে নবনির্মিত সড়কের দুই পাশে ভেঙে পড়েছে। পিচঢালা সড়কের গর্তগুলো মাটি দিয়ে ভরাট করছেন শ্রমিকরা।

পুরো সড়কজুড়েই এমন ভাঙনের চিত্র। হাতের স্বাভাবিক টানে উঠে যাচ্ছে পিচ। চাকা চাকা পিচের অংশ হাতে নিয়ে চাপ দিলেই ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। স্থানে স্থানে জমেছে বৃষ্টির পানি। সড়কের মাঝেই ঠাঁয় দাঁড়িয়ে বড় বড় গাছ, বিদ্যুতের খুঁটি। সেগুলোর চারপাশ দিয়ে করা হয়েছে পিচঢালাই। সড়ক নিরাপত্তায় সড়কের দুপাশে ভালোভাবে মাটি দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি। সামান্য পায়ের ঘষাতেই উঠে যাচ্ছে সড়কের পাথর। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবেই এমন নিম্নমানের সড়ক তৈরি হয়েছে।

স্থানীয় যুবক তারেক জানান, কাজের অনিয়ম দেখে শুরুতেই আমি প্রতিবাদ করি। কিন্তু কে শোনে কার কথা। রাতের অন্ধকারে ডাম্প ট্রাক দিয়ে বিক্রি করতে দেখা যায় সড়কের দুপাশের মাটি।

স্থানীয় রজব আলী জানান, নিম্নমানের কাজের প্রতিবাদ করায় ঠিকাদারের লোক লেবার সর্দার জিয়া হুমকি-ধমকি দিয়ে বলে আমরা রাস্তার কাজ করি, তোরা কী জানিস?

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আ.লীগ নেতা খলিলুর রহমান পলাতক। তার কাজের দায়িত্বপ্রাপ্ত লোক আবদুল কাদের নিম্নমানের কাজের প্রসঙ্গে বলেন, চুক্তি অনুযায়ী আগামী এক বছর সড়কের ত্রুটি দেখা দিলে তা মেরামত করার দায়িত্ব আমাদের। সড়ক ভেঙেছে, খসে পড়ছে, তা আবার মেরামত করা হবে।

উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, ঠিকাদার এখনো কাজ বুঝিয়ে দেয়নি। কাজ চলমান। কাজ বুঝিয়ে দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে বিল দেওয়া হবে। এছাড়াও কাজ বুঝিয়ে দেওয়ার পর এক বছর পর্যন্ত সমস্যা হলে তা সমাধানের দায়দায়িত্ব ঠিকাদারের। পাকা সড়কের ভাঙা অংশ মাটি দিয়ে ভরাটের সুযোগ নেই বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট ৪৭ আসনে প্রার্থী দেয়নি যে কারণে

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন আজ

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

১০

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

১১

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১২

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১৩

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১৪

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৫

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৬

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৭

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৮

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৯

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

২০
X