সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেট সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিদের একাংশ। ছবি : কালবেলা
সিলেট সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিদের একাংশ। ছবি : কালবেলা

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিন সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। রোববার (২৫ মে) ভোরে তাদের পুশইন করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের জোয়ানরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক। বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটক ৩২ জন ৮ পরিবারের সদস্য। তন্মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ১৪ শিশু রয়েছে। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপির আওতাধীন এলাকার দুই দেশের ৫৩৮ একর অমীমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ। ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার সদর দপ্তর সূত্র জানায়, রোববার ভোরে বিয়ানীবাজারের আওতাধীন মৌলভীবাজারের বড়লেখার লাতু বিওপি এলাকায় ৭৯ জন এবং পাল্লাথল বিওপি এলাকায় আরো ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে লাতু সীমান্তে আটক ৭৯ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৯ জন ও শিশু ২০ জন এবং পাল্লাথল সীমান্তে আটক ৪২ জনের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৬ জন এবং শিশু ১৭ জন। আটকদের বিজিবি বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, বিয়ানীবাজার সীমান্ত এলাকায় পুশইন করা ৩২ জন মিলিয়ে তিন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান কালবেলাকে বলেন, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের সবাইকে কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান কালবেলাকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা শিশুসহ ৩২ নারী-পুরুষকে বিজিবি-৫২ ব্যাটালিয়ন থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আদালতে প্রেরণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইডস রোগীদের বাঁচাতে টিকা আনছে রাশিয়া

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ

পরিচালক নয়, সভাপতি হয়েই বিসিবিতে ফিরতে চান তামিম

তিশাকে কোলে তুলতে গিয়ে হাত ভেঙেছিল: তৌসিফ মাহবুব

ডিআরইউতে লতিফ সিদ্দিকীসহ আ.লীগের নেতাকর্মী অবরুদ্ধ

আগারগাঁও মোড়ে শিক্ষার্থীদের ব্লকেড, যান চলাচল বন্ধ

আবাসিক হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহি আটক

১২ ফুট লম্বা অজগর বস্তায় করে বাড়িতে নিয়ে গেল যুবক

কত সম্পদের মালিক টেইলর-কেলসে?

৪ কারণে ভেঙে দুই ভাগ হয়েছিল চট্টগ্রামের সেতুটি

১০

পুলিশের পোশাকে থানায় গুরুদায়িত্বে বিড়াল!

১১

নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দলকে জেতাতে পারলেন না সাকিব

১২

দলকে ফাইনালে তুলে যা বললেন মেসি

১৩

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

১৪

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

১৫

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ

১৬

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

১৭

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

১৮

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

১৯

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

২০
X