সিলেট ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:০৮ পিএম
আপডেট : ২৫ মে ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেট সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিদের একাংশ। ছবি : কালবেলা
সিলেট সীমান্ত দিয়ে পুশইন করা ব্যক্তিদের একাংশ। ছবি : কালবেলা

সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিন সীমান্ত এলাকা দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। রোববার (২৫ মে) ভোরে তাদের পুশইন করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের জোয়ানরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুর দেড়টার দিকে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক। বিয়ানীবাজার নয়াগ্রাম সীমান্তে আটক ৩২ জন ৮ পরিবারের সদস্য। তন্মধ্যে ৯ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ১৪ শিশু রয়েছে। রোববার ভোরে বিয়ানীবাজার সীমান্তের নয়াগ্রাম বিওপির আওতাধীন এলাকার দুই দেশের ৫৩৮ একর অমীমাংসিত ভূমির একটি বিলে তাদের ছেড়ে দেয় বিএসএফ। ভোরে বিজিবি টহল দল ও স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আটক করে নয়াগ্রাম প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় শনাক্ত করার পর বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজার সদর দপ্তর সূত্র জানায়, রোববার ভোরে বিয়ানীবাজারের আওতাধীন মৌলভীবাজারের বড়লেখার লাতু বিওপি এলাকায় ৭৯ জন এবং পাল্লাথল বিওপি এলাকায় আরো ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে লাতু সীমান্তে আটক ৭৯ জনের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ১৯ জন ও শিশু ২০ জন এবং পাল্লাথল সীমান্তে আটক ৪২ জনের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৬ জন এবং শিশু ১৭ জন। আটকদের বিজিবি বড়লেখা থানায় হস্তান্তর করেছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, বিয়ানীবাজার সীমান্ত এলাকায় পুশইন করা ৩২ জন মিলিয়ে তিন সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান কালবেলাকে বলেন, আটক ১৫৩ জনের সবাই বাংলাদেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেটি নিশ্চিত হওয়া গেছে। তাদের সবাইকে কাঁটাতারের পাশ দিয়ে শূন্যরেখার একটি বিলে ছেড়ে দেয় বিএসএফ। সেখান থেকে বিজিবি তাদের উদ্ধার করে (আটক)। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিয়ানীবাজার ও বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বেশিরভাগের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ উজ্জামান কালবেলাকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা শিশুসহ ৩২ নারী-পুরুষকে বিজিবি-৫২ ব্যাটালিয়ন থানায় হস্তান্তর করেছে। আমরা তাদের সবাইকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আদালতে প্রেরণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী দলের জর্ডান মিশনে নেই সাবিনা-মাসুরা, বাটলারের ব্যাখ্যায় ঝড়

সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

‘চামড়া শিল্পের উন্নয়নে প্রশিক্ষণ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে’

সংস্কার-বিচার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছি : মঞ্জু

বৈষম্যবিরোধীর ৫ নেতা যোগ দিলেন ছাত্রদলে

রিশাদ থাকলেও ফাইনালে লাহোরের একাদশে নেই সাকিব

আইজ অন’এর নতুন সংযোজন ‘স্ট্রেইট কাট তুষার’

শিক্ষক সংকটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে

নিজ ভিটাতেই শায়িত হলেন শহীদ হাসান

একই মঞ্চে ওসি, কমিশনারের সঙ্গে আ. লীগ নেতা

১০

সিএমপিতে দুই থানায় ওসি পদে রদবদল

১১

‘আ.লীগের আমলে নির্বাচনে অংশগ্রহণকারীদের জবাবদিহিতা করতে হবে’

১২

বাউবি ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩

ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণু কর্মসূচি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৪

যমুনায় ইসলামি দলগুলোর নেতারা

১৫

রাকসুর তপশিল ঘোষণাসহ ৯ দফা দাবি ‘সংস্কার আন্দোলনের’

১৬

এনবিআর কর্মকর্তাদের দাবি মেনে নিল সরকার

১৭

রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো ইয়াদিয়ার স্কুটার

১৮

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

১৯

এবার নুরের বক্তব্যের প্রতিবাদ জানাল পুলিশ অ্যাসোসিয়েশন

২০
X