কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের কারাদণ্ড

গ্রেপ্তার ৪ দণ্ডিত, পাশে ইউএনও এবং পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার ৪ দণ্ডিত, পাশে ইউএনও এবং পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লার লালমাই উপজেলার ফাজিলপুরে মা ও দুই ছেলেসহ একই পরিবারের ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টায় লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশের সহায়তায় লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা অভিযান শেষে এই দণ্ডাদেশ দেন।

উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফাজিলপুর (গজারিয়া সংলগ্ন) গ্রামস্থ ফজুর বাড়িতে অভিযান চালানো হয়। বিক্রির উদ্দেশে পারিবারিকভাবে ইয়াবা সংরক্ষণ ও সেবন করার অপরাধে তাদের এ সাজা দেওয়া হয়। বিগত চার দশক ধরে ওই পরিবারটি প্রকাশ্যে মাদকের বেচাকেনা করছে বলে জানান স্থানীয়রা।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফাজিলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শামীম (৪৩), মামুন (১৮), শামীমের মা পারভীন (৬০) ও খালা বেলায়েতুন নেছা (৫০)। অপরাধ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত মাদকব্যবসায়ী শামীম ও মামুনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাদের মা পারভিন ও খালা বেলায়েতুননেছাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

ফাজিলপুর ও গজারিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে জানান, ফাজিলপুর গ্রামের এই পরিবারটি বিগত ৩০ বছর ধরে মাদকের ব্যবসা করে আসছে। প্রথমদিকে দণ্ডপ্রাপ্ত পারভীনের শাশুড়ি ফজু এই ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তীতে পারভীনের স্বামী দুলাল মিয়া মাদকের বেচাকেনা করতেন। বর্তমানে পারভীন, তার দুই ছেলে ও বোন এই ব্যবসায় সম্পৃক্ত। তাদের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকত। আশপাশের প্রতিটি গ্রামেই একাধিক বিক্রয়কর্মী রয়েছে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম কালবেলাকে জানান, একই পরিবারের ৪ জনকে মাদক ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন। দণ্ডপ্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় বৃহস্পতিবার রাতে ফাজিলপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। একটি পরিবারের সবাই মাদক বেচাকেনায় সম্পৃক্ত। অপরাধ স্বীকার করায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১০

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১১

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১২

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৩

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৪

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৫

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৭

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৮

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৯

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

২০
X