সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০১:৫৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন বিএসএফের

সিলেট দিয়ে অনুপ্রবেশের দায়ে আটকের একাংশ। ছবি : কালবেলা
সিলেট দিয়ে অনুপ্রবেশের দায়ে আটকের একাংশ। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ৮২ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জৈন্তাপুরে ৬৬ ও ছাতকে ১৬ বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত শ্রীপুর বিওপি কর্তৃক ৩২ জন ও মিনাটিলা বিওপি কর্তৃক ২০ জনকে অবৈধ অনুপ্রবেশের কারণে আটক করা হয়েছে। এছাড়াও একই দিনে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ ছাতক উপজেলার নোয়াকোট বিওপিতে আরও ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

এর পাশাপাশি জৈন্তাপুর উপজেলায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ জৈন্তাপুর বিওপিতে আরও ১৪ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে বুধবার সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতকে মোট ৮২ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করল বিজিবি।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার ভেতরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন ৩টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক কয়েকটি গ্রুপে মোট ৬৮ জনকে পুশইন করে এবং সবাইকে বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুশইনকৃত সবাই বাংলাদেশি নাগরিক যারা এর আগে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে। এর মধ্যে সিলেট জেলার অন্তর্গত মোট ৫২ জন, যার মধ্যে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ঝিংগাবাড়ি নামক স্থান থেকে ৬ পরিবারের মোট ২০ জন আটক হন। তার মধ্যে পুরুষ ৬, নারী ৭, শিশু ৭। সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এছাড়াও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা হতে ৫ পরিবারের মোট ৩২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে পুরুষ ৭, নারী ১০, শিশু ১৫ জন। এদের মধ্যে কুড়িগ্রামের ১৯, যশোরের ৯ ও বাগেরহাটের ৪ জন।

এছাড়াও ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ছনবাড়ি নামক স্থান থেকে ৫ পরিবারের মোট ১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৫, নারী ৫ ও শিশু ৬ জন। তাদের সবার বাড়ি কুড়িগ্রামে।

এদিকে ৪৮ বিজিবির হাতে আটকদের মধ্যে মোট পুরুষ ১৮, নারী ২২ ও শিশু ২৮ জন রয়েছেন। এদের ভেতর কুড়িগ্রাম জেলার ৫৫ জন, যশোরের ৯ জন ও বাগেরহাট জেলার ৪ জন রয়েছেন।

এদিকে বুধবার (২৮ মে) ভোর আনুমানিক ৬টায় জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউপির সীমান্ত পিলার নং-১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪ বাংলাদেশি নাগরিককে পুশইন করা হয়। তাদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

পরে ওই ব্যক্তিদের ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করেন। আটক সবাই কুড়িগ্রাম জেলার। বর্তমানে তারা ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পে আছে।

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ দিকে সীমান্তে সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোথায় যাবেন নেইমার, সিদ্ধান্ত জুন ১২’র পরেই

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

স্থানীয় প্রকল্পের পাওনা পরিশোধ ডলারে

কর্মসূচি স্থগিত, খুলছে সোনার দোকান

১৪ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরা যুবদল নেতার

জিএম কাদেরের বাসভবনে হামলা

জাপান সফরে ‘ইউনূস-ম্যাজিক!’

ঢাকায় নিজ দেশের নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব : তারেক রহমান

কৃষির উন্নয়নে ‘কৃষক পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

১০

অসুস্থ মডেল মেঘনা, হাজির হননি আদালতে

১১

এনবিআর চেয়ারম্যানকে রাজস্ব ভবনে অবাঞ্ছিত ঘোষণা

১২

আদালতের রায়ে চেয়ারম্যান হলেন বিএনপি নেতা হাসান

১৩

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিসে এটিএম আজহার

১৪

সরকার নির্বাচনের ডেট না দিলে বিএনপিই দিয়ে দেবে : দুদু

১৫

গবেষণাবান্ধব শিক্ষা বাজেট দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৬

ফিলিস্তিনের আরও এলাকা দখল ইসরায়েলের

১৭

উপদেষ্টারা ক্ষমতার লোভে পড়ে গেছেন : আমিনুল হক 

১৮

চারদিকে অথৈ পানি, লোকালয়ে বনের হরিণ

১৯

অনাস্থার চিঠির জবাবে আদালতে যাওয়ার ইঙ্গিত ফারুকের

২০
X