সিলেট ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০১:৫৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট সীমান্ত দিয়ে ৮২ জনকে পুশইন বিএসএফের

সিলেট দিয়ে অনুপ্রবেশের দায়ে আটকের একাংশ। ছবি : কালবেলা
সিলেট দিয়ে অনুপ্রবেশের দায়ে আটকের একাংশ। ছবি : কালবেলা

সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ৮২ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী (বিএসএফ)।

বুধবার (২৮ মে) সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জৈন্তাপুরে ৬৬ ও ছাতকে ১৬ বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত শ্রীপুর বিওপি কর্তৃক ৩২ জন ও মিনাটিলা বিওপি কর্তৃক ২০ জনকে অবৈধ অনুপ্রবেশের কারণে আটক করা হয়েছে। এছাড়াও একই দিনে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ ছাতক উপজেলার নোয়াকোট বিওপিতে আরও ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে।

এর পাশাপাশি জৈন্তাপুর উপজেলায় জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ জৈন্তাপুর বিওপিতে আরও ১৪ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে বুধবার সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতকে মোট ৮২ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করল বিজিবি।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার ভেতরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন ৩টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক কয়েকটি গ্রুপে মোট ৬৮ জনকে পুশইন করে এবং সবাইকে বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুশইনকৃত সবাই বাংলাদেশি নাগরিক যারা এর আগে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে। এর মধ্যে সিলেট জেলার অন্তর্গত মোট ৫২ জন, যার মধ্যে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ঝিংগাবাড়ি নামক স্থান থেকে ৬ পরিবারের মোট ২০ জন আটক হন। তার মধ্যে পুরুষ ৬, নারী ৭, শিশু ৭। সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এছাড়াও শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল সংলগ্ন এলাকা হতে ৫ পরিবারের মোট ৩২ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে পুরুষ ৭, নারী ১০, শিশু ১৫ জন। এদের মধ্যে কুড়িগ্রামের ১৯, যশোরের ৯ ও বাগেরহাটের ৪ জন।

এছাড়াও ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত ছনবাড়ি নামক স্থান থেকে ৫ পরিবারের মোট ১৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৫, নারী ৫ ও শিশু ৬ জন। তাদের সবার বাড়ি কুড়িগ্রামে।

এদিকে ৪৮ বিজিবির হাতে আটকদের মধ্যে মোট পুরুষ ১৮, নারী ২২ ও শিশু ২৮ জন রয়েছেন। এদের ভেতর কুড়িগ্রাম জেলার ৫৫ জন, যশোরের ৯ জন ও বাগেরহাট জেলার ৪ জন রয়েছেন।

এদিকে বুধবার (২৮ মে) ভোর আনুমানিক ৬টায় জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউপির সীমান্ত পিলার নং-১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪ বাংলাদেশি নাগরিককে পুশইন করা হয়। তাদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী ও ৪ শিশু রয়েছে।

পরে ওই ব্যক্তিদের ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করেন। আটক সবাই কুড়িগ্রাম জেলার। বর্তমানে তারা ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পে আছে।

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ দিকে সীমান্তে সুরক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আমিনুল হক

ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল

জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

১০

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

১১

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

১২

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

১৩

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

১৪

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

১৫

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১৬

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

১৭

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

১৮

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৯

মুশফিককে ছাড়িয়ে টেস্টে নতুন উচ্চতায় লিটন দাস

২০
X