শওকত হাসান, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সাত ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র চারটি, কাজ করেন একজন

দক্ষিণ বড়দল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ছবি : কালবেলা
দক্ষিণ বড়দল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ছবি : কালবেলা

হাওরাঞ্চল খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। যোগাযোগ বিচ্ছিন্ন এ উপজেলার প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে মাত্র ৪টি ইউনিয়নে। এগুলোর মধ্যে কর্মরত লোকবল মাত্র একজন।

এ চারটি ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এছাড়া আরও দুটি ইউনিয়নের একটিতে পরিত্যক্ত জরাজীর্ণ ভবন ও অন্যটিতে তা নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা রয়েছে মাত্র।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৫টি পদ রয়েছে। পদগুলোর মধ্য একজন উপ-সহকারী মেডিকেল অফিসার, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), একজন স্টোরকিপার, আয়া ও একজন নৈশপ্রহরী।

এ উপজেলার বালিজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শুধু একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) রয়েছে। বাকি দক্ষিণ বড়দল, উত্তর শ্রীপুর ও বাদাঘাট এ তিন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও চিকিৎসক ও জনবল শূন্য। এই তিনটি কেন্দ্রের দুটিতে এনজিও সংস্থা থেকে দায়িত্বরত চারজন মিডওয়াইফ বাদাঘাটে দুজন ও উত্তর শ্রীপুরে দুজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি পরিচালনা করছেন। আর দক্ষিণ বড়দল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি ৯ বছর ধরে লোকবল না থাকায় বন্ধ অবস্থায় পড়ে আছে। এছাড়া দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জরাজীর্ণ ভবনটি তিন যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং উত্তর বড়দলে নিজস্ব জায়গা থাকলেও ভবন হয়নি।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর এমন অবস্থায় উপজেলার প্রান্তিক পর্যায়ের মানুষের পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০-৫ বছরের শিশুস্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সীমিত স্বাস্থ্য পরিচর্যা এবং সাধারণ রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের সুজন মিয়া জানান, আমাদের কাউকান্দি বাজারের পাশে অবস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি অনেক বছর ধরে বন্ধ রয়েছে। আমরা শুধু ভবনটি দেখে আসছি চাইলেও কোনো দিন এখান থেকে সেবা নিয়ে পারিনি। সামান্য সমস্যায় সেবা নিতে হলে বাজারের ফার্মেসি, গ্রাম্য চিকিৎসক অথবা উপজেলা সদরে যেতে হয়।

উত্তর শ্রীপুর ইউনিয়নের লালগাট গ্রামের তীব্রতা হাজং বলেন, পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান ট্যাকেরঘাটে অবস্থিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে লোকবল না থাকায় এলাকার মায়েরা ও কিশোরীরা প্রয়োজনীয় সেবা পাচ্ছে না। মাঝেমধ্যে কেন্দ্রটি খোলা পাওয়া যায়। যখন খোলা থাকে তখন চিকিৎসক বা সেবাদানকারী কর্মকর্তা না থাকায় প্রয়োজনীয় সেবা পাওয়া যায় না। এই এলাকা থেকে ১৫ কিমি দুর্গম পথ বা হাওর পাড়ি দিয়ে উপজেলা সদর থেকে সেবা নিতে হয়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, এ ইউনিয়নটি উপজেলার সবচেয়ে অবহেলিত ও দুর্গম হাওরের মধ্যে। এখানে আমার জন্মের আগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একটি পরিত্যক্ত ভাঙা ভবন দেখে আসছি। সরকার এটি ঠিক করার কোনো উদ্যোগ নেয়নি। অথচ এই এলাকায় প্রসূতি মায়েদের প্রসবকালীন সেবার জন্য গ্রাম্য ধাত্রী বা জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যেতে হয়। আর উপজেলা সদরে যেতে হলে বর্ষায় নৌকা আর হেমন্তে মোটরবাইক ব্যবহার ছাড়া কোনো উপায় নেই।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামছুদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, এ উপজেলার সবকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ উপজেলা অফিসেও লোকবল সংকট রয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার এ বিষয়ে জানিয়েছি। এ সমস্যার সমাধান না হলে প্রান্তিক পর্যায়ে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগর ভবনে কর্মচারীদের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

স্কুল প্রিন্সিপালের পদ নিয়ে বিতর্ক, সভাপতি কে জানে না প্রশাসন

ছাত্রদল নেতার মামলায় জবি অধ্যাপক কারাগারে

গরুর হাট এলাকায় সান্ধ্য ব্যাংকিং চালুর নির্দেশ

ফারুকে অনাস্থা বিসিবির ৮ পরিচালকের

যেসব কলেজে মাস্টার্স নেই আবেদন করলে বিবেচনা করা হবে : জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য 

মগবাজারে ঘটনায় সেই ছিনতাইকারীদের বিষয়ে যেসব তথ্য দিল ডিবি 

কারও দোসর ছিলাম না, ফ্যাসিবাদের শিকার হয়েছি : জিএম কাদের

শাসনব্যবস্থা নিয়ে বলতে চাইলে নির্বাচিত হয়ে আসুন : ববি হাজ্জাজ

মাসুদের টানে বাংলাদেশে এসে বিপাকে ভারতীয় কিশোরী

১০

এক মাসের জন্য কর্মবিরতি স্থগিত প্রাথমিক শিক্ষকদের

১১

যুক্তরাষ্ট্রকে তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিল বাংলাদেশ

১২

এটি ঐতিহাসিক একটি নেতিবাচক চরিত্র: মিলটন

১৩

নাম পাল্টে গেল সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের

১৪

দ্রুততম সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত

১৫

ভয়াবহ বিপদে কানাডা, জরুরি অবস্থা জারি

১৬

জি এম কাদের কেন এখনো জেলের বাইরে, প্রশ্ন সারজিসের

১৭

দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে তথ্যআপা কর্মীরা

১৮

প্লেইয়ার্ডে আনন্দে মাতল তিন স্কুলের শিক্ষার্থীরা

১৯

ছাত্র-জনতার অর্জিত বিজয়কে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে : মির্জা ফখরুল

২০
X