নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

টিউশনের কথা বলে কলেজছাত্রকে অপহরণ, অতঃপর...

কলেজছাত্রকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি। ছবি : কালবেলা
কলেজছাত্রকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি। ছবি : কালবেলা

নরসিংদীতে অপহরণের শিকার সাইফুল ইসলাম নামের এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে কলেজছাত্রকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

অপহৃত সাইফুল ইসলাম (২৬) রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।

গ্রেপ্তার তিনজন হলেন- পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান (১৯) এবং শিবপুর উপজেলার খড়িয়া এলাকার মৃত মান্নান প্রধানের ছেলে নাঈম (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিল একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেইজের মাধ্যমে টিচার প্রয়োজন বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ডেকে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুরের বন্যার বাজার এলাকায় আসতে বলে চক্রটি।

পরে সেখান থেকে চক্রটির সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম তিনজন মিলে তাকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খাল পাড় নিয়ে আটকে রেখে মারধর করে এবং তার কাছ থেকে টাকা কেড়ে নেয়। একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা-ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সাইফুলের বাবা ৯৯৯-এ ফোন দিয়ে বিস্তারিত জানান।

পুলিশ সাইফুলকে উদ্ধারে অভিযানে নামে। স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করাসহ অপহরণকারী তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইফুলের মা শিবপুর থানায় একটি মামলা করেছেন।

শিবপুর থানার ওসি আফজাল হোসাইন বলেন, শুক্রবার রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা অপহরণের শিকার সাইফুলকে উদ্ধারে নামি। পরে রাতেই তাকে উদ্ধার করে অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১০

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১১

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১২

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৩

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৪

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৫

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৬

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৭

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৮

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৯

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

২০
X