নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

টিউশনের কথা বলে কলেজছাত্রকে অপহরণ, অতঃপর...

কলেজছাত্রকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি। ছবি : কালবেলা
কলেজছাত্রকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামি। ছবি : কালবেলা

নরসিংদীতে অপহরণের শিকার সাইফুল ইসলাম নামের এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ মে ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর থানা পুলিশ। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে কলেজছাত্রকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

অপহৃত সাইফুল ইসলাম (২৬) রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।

গ্রেপ্তার তিনজন হলেন- পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার মনিরুজ্জামানের ছেলে ইফতিয়ার (২০), চরনগরদি এলাকার ফারুক মিয়ার ছেলে সিজান (১৯) এবং শিবপুর উপজেলার খড়িয়া এলাকার মৃত মান্নান প্রধানের ছেলে নাঈম (১৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিল একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেইজের মাধ্যমে টিচার প্রয়োজন বিজ্ঞাপন দিত। বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাকে ডেকে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুরের বন্যার বাজার এলাকায় আসতে বলে চক্রটি।

পরে সেখান থেকে চক্রটির সদস্য ইফতিয়ার, সিজার ও নাঈম তিনজন মিলে তাকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খাল পাড় নিয়ে আটকে রেখে মারধর করে এবং তার কাছ থেকে টাকা কেড়ে নেয়। একপর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল দিয়ে তার বাবা-ভাইয়ের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সাইফুলের বাবা ৯৯৯-এ ফোন দিয়ে বিস্তারিত জানান।

পুলিশ সাইফুলকে উদ্ধারে অভিযানে নামে। স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সাইফুলকে উদ্ধার করাসহ অপহরণকারী তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাইফুলের মা শিবপুর থানায় একটি মামলা করেছেন।

শিবপুর থানার ওসি আফজাল হোসাইন বলেন, শুক্রবার রাতে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা অপহরণের শিকার সাইফুলকে উদ্ধারে নামি। পরে রাতেই তাকে উদ্ধার করে অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না : জালাল উদ্দীন

টিভিতে আজকের যত খেলা

সীমান্তে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

দেড় মাস পর ফের একই জায়গায় মিলল মরদেহ

লোকবল নেবে আরএফএল

রাজধানীতে আজ কোথায় কী

রাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে ভিপি প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

১০

দুটি ছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে

১১

১২ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

১৩

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদ্‌যাপন, সমৃদ্ধির পথে একসাথে

১৪

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৬

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

১৭

প্রতিদিনের সাধারণ যে অভ্যাসেই কমে যাচ্ছে আপনার মোবাইলের আয়ু

১৮

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

১৯

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

২০
X