সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ জুন ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
সিলেটে মাটিচাপা

মরদেহগুলোর দাফন হবে ময়নাতদন্ত ছাড়া

সিলেটে ঘরের ওপর ধসে পড়ে টিলা। ছবি : কালবেলা
সিলেটে ঘরের ওপর ধসে পড়ে টিলা। ছবি : কালবেলা

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চারজন মাটিচাপা পড়েন। তাদের মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হবে।

রোববার (১ জুন) সকাল পৌনে ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন।

চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন (১৩) ও রহিমা বেগম।

ময়নাতদন্ত ছাড়া দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান।

তিনি বলেন, যেহেতু এটা প্রাকৃতিক দুর্যোগ, এ জন্য পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া দাফন সম্পন্ন হবে। রোববার বাদ আসর বখতিয়ারঘাট গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হবে।

ঘটনার সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মোহাম্মদ মাহবুব মুরাদ। এ সময় তিনি বলেন, আমাদের সর্তকবার্তা বেশ আগে থেকে দেওয়া হয়েছে। আমরা এই কার্যক্রমটা শীত মৌসুমে শুরু করেছিলাম। মানুষকে সচেতন করতে গতকালও এই এলাকায় মাইকিং করা হয়েছিল। এখন থেকে যারা নিরাপদ স্থানে সরে না যাবেন তাদের আমরা সরিয়ে নেব।

এ সময় দাফনের সম্পূর্ণ খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানান জেলা তিনি।

গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৩১মে) দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারি বৃষ্টির কারণে একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা রিয়াজ উদ্দিনসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর ভোর ৫টার উদ্ধার কাজ শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

জুলাই সনদের খসড়ায় যা আছে

১১

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

১২

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

১৩

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

১৪

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

১৫

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

১৬

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

১৭

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

১৮

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

১৯

‘এই দেশ সবার’ জন্মাষ্টমীর শোভাযাত্রা থেকে সম্প্রীতির আহ্বান

২০
X