ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের তিনলাখপীর নামক স্থানে ট্রাকের ধাক্কায় হরদম আলী (৮৬) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।
সিএনজিচালিত অটোরিকশা থেকে সড়কে পড়া মালামাল ওঠাতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন।
বুধবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ওই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস।
নিহত হরদম আলী উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ফেরির জন্য মালামাল কিনে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন তিনি। তিনলাখপীর এলাকায় পৌঁছালে অটোরিকশা থেকে কিছু মালামাল পড়ে যায়। ওই মালামাল উঠানোর সময় সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী পাথারবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটিনায় ট্রাকের চালককে আটক করেন স্থানীয়রা।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সিলেট থেকে ছেড়ে আসে কুমিল্লাগামী পাথরবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই হরদম আলী নামের এক ফেরিওয়ালা নিহত হন। তিনি গ্রামে গ্রামে গিয়ে নানা রকম জিনিসপত্র বিক্রি করতেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন