খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত নয় : প্রিন্স

খুলনায় মিট দ্য প্রেসে কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। ছবি : কালবেলা
খুলনায় মিট দ্য প্রেসে কথা বলেন রুহিন হোসেন প্রিন্স। ছবি : কালবেলা

আগামী বছরের এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘দেশের অন্য গণতান্ত্রিক দলগুলোর মতো আমরাও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। কোনো কারণে আমরা যদি এপ্রিল বা অন্যকোনো চিন্তা করি তাহলে নির্বাচন আরও দূরে চলে যাবে। নির্বাচন বিলম্বিত হলে অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে খুলনা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির পরিকল্পনার কথা জানান তিনি।

আসন্ন নির্বাচন নিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ভালো ভোট হলে বাংলাদেশে বিকল্প শক্তি ক্ষমতায় আসবে। বাংলাদেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হলে কমিউনিস্ট পার্টির জোট ৩০০ আসনে ইলেকশনে অংশগ্রহণ করবে। এমনকি অতীতের ঐতিহ্য বিবেচনায় খুলনার ৬টি আসনেই সিপিবি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানান তিনি।

প্রিন্স বলেন, নির্বাচন সংস্থার ও বিচারের বিষয়ে আমাদের দ্বিমত নেই। অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব সংস্থার প্রয়োজন তা করতে হবে। বিচার কার্যক্রমও দৃশ্যমান হতে হবে। আমরা মনে করি, এসব কাজ করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করা সম্ভব। নির্বাচন পিছিয়ে গেলে আধিপত্যবাদী শক্তি তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করতে পারে। নানা কারণে নির্বাচন আরও দূরে চলে যাবে।

দক্ষিণাঞ্চল তথা খুলনার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, খুলনা একসময় শিল্পনগরী ছিল। এখন এটা আর শিল্প নগরী নেই। পদ্মা সেতু ও কালনা ব্রিজ হওয়ার পর এই অঞ্চলকে ঘিরে যে শিল্পের যে নগরী ছিল সেটি আবার পুনরুদ্ধার হবে বলে আশা ছিল। কিন্তু আমরা ক্ষোভ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি সেটি হয়নি। পদ্মার এপারে-ওপারে ব্রিজ স্থাপন হয়েছে কিন্তু সাধারণ মানুষের সঙ্গে রাজধানীর বা পুরো দেশের সঙ্গে মানুষের উন্নয়নের ব্রিজ স্থাপন হয়নি। উন্নয়নের সেই ব্রিজ স্থাপনের কাজটি কমিউনিস্ট পার্টি করবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আমরা চাই না। কিন্তু তারা যে ধরনের গণহত্যা চালিয়েছে, এ নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। দেশের রাজনৈতিক অঙ্গনে কথা বলার নৈতিক অধিকার তারা হারিয়েছে। দ্রুত নির্বাচন না হলে পতিত শক্তি সামনে আসার সুযোগ পাবে।

লন্ডনে অনুষ্ঠিতব্য প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ইতিবাচক বলে মন্তব্য করেন প্রিন্স। অনুষ্ঠানে সিপিবি নেতা এসএ রশীদ, খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচএম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল

রোহিঙ্গা ক্যাম্প থেকে চাকরিচ্যুত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

মাছ চাষের নামে বাঁধ, পানির তলে শত বিঘা আমন ধান

ঘরে বসেই ঘন ও স্বাস্থ্যবান চুল পেতে মেনে চলুন এই ৭ টিপস

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা 

বিশ্বের সবচেয়ে বয়স্ক মুরগি

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীকে হত্যা, আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

নতুন মামলায় গ্রেপ্তার পলক-আতিক, রিমান্ডে কিরণ

কক্সবাজারে মাহিন গ্রুপের ২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

ভক্তদের চমকে দিলেন হানিয়া আমির

১০

রক্তের দাগ অনুসরণ করে মিলল অটোচালকের মরদেহ

১১

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার ঘনত্ব জরিপ গতিশীল হোক

১২

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের

১৩

জুলাই হত্যাযজ্ঞ / পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

১৪

বিল বেশি আসায় লাইনম্যানকে ‘মারধর’, মিটার খুলে নিল বিদ্যুৎ অফিস

১৫

নেদারল্যান্ডস সিরিজ খেলবেন না মিরাজ

১৬

ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা

১৭

রাতের আঁধারে সরকারি ৩০০ বস্তা সার আটক

১৮

'ওয়ার ২'-এর সাফল্যের মাঝে প্রিয়জন হারালেন জুনিয়র এনটিআর

১৯

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

২০
X