সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:৪৪ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়েছেন পাথর শ্রমিকরা। ছবি : কালবেলা
সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়েছেন পাথর শ্রমিকরা। ছবি : কালবেলা

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিকরা। ওই দুই উপদেষ্টা হলেন- বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১৪ জুন) বেলা পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় ওই শ্রমিকদের রোষানলে পড়েন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে জাফলং পর্যটন স্পট ইসিএভুক্ত এলাকা পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের ওই দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে পৌনে ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পরিবেশ রক্ষায় জাফলং পাথর কোয়ারি বন্ধ। পাথর ও বালু উত্তোলনের ফলে অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপদেষ্টাদের এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাথর শ্রমিক, জনতা ও পাথর উত্তোলনকারী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগানে বিক্ষোভ করে গাড়ি আটকে দেন। প্রায় আধাঘণ্টা ধরে বিক্ষোভকারীদের রোষানলে আটকে ছিলেন তারা। এ সময় পুলিশ ও বিজিবি বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা জানান, আমরা মনে করেছিলাম ওনারা এসে আমাদের রুটি-রুজির জন্য ম্যানুয়েল পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ করে দিয়ে যাবেন। কিন্তু এটা না করে দালালদের কথা শুনে ওনাকে ভুল বুঝিয়ে ওনি পর্যটক নগরীকে সুন্দর করার ঘোষণা দিয়ে শ্রমিকদের জন্য ক্ষতি করে চলে গেছেন। সেই সুবাদে শ্রমিকরা কষ্ট পেয়ে ওনাদের কাছে ভাত এবং কাপড় চেয়ে রাস্তা প্রতিরোধ করেছিলেন। একটাই দাবি ছিল শ্রমিকদের ভাত এবং কাপড়ের অধিকার প্রতিষ্ঠিত করা। ওনারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত না করে গন্তব্যে চলে গেছেন। কিন্তু আমাদের এই ৫ লাখ শ্রমিক অধিকার আদায়ে এই আন্দোলন চালিয়ে যাবে।

এর আগে, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করে জাফলং ও এর আশপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। অন্যদিকে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলে দিবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, গাড়ি আটক করেনি। সেখানে সাংবাদিক-শ্রমিকরা ছিলেন। পরিদর্শন শেষে বল্লাঘাট এলাকায় আসতেই পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

ভিডিওতে গাড়ি আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একটু দূরে ছিলাম। ডিসি, এসপি, ইউএনও ছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মন্ত্রীর ভাই গ্রেপ্তার 

আনসার বাহিনীর জন্য কেনা হবে ১৭ হাজার শটগান : অর্থ উপদেষ্টা

আল্লাহ ন্যায়বিচার করছেন : শহীদ জসিমের বাবা

যুবদল নেতা কিবরিয়াকে হত্যা, যা বললেন স্বজন ও স্থানীয়রা 

সকালে গোসল করা ভালো, নাকি রাতে

বার্সার ক্যাম্প ন্যু উদ্বোধন নিয়ে নতুন বিতর্ক

গণভোটের ব্যালটে যেসব প্রশ্ন থাকবে, জানাল সরকার

বিকেএসপিতে সিজিএস টাইপ-এ প্রমোশনাল সেমিনার অনুষ্ঠিত

২৮ বছর পর বিদ্যুৎ সংযোগ পেলেন দিনমজুর নূর ইসলাম

বরিশালে বাসে আগুন

১০

বিশ্বমঞ্চে জেসিয়া, চাইলেন ভোট

১১

জকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা 

১২

দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর 

১৩

ভাত খেলেই কি আপনার ক্লান্ত লাগে আর ঘুম পায়? জানুন এটি কীসের ইঙ্গিত

১৪

উখিয়ায় বন্যহাতির মৃত্যু

১৫

শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ

১৬

আশুলিয়ায় পিকআপে অগ্নিসংযোগ

১৭

হাসিনা-কামালের রায় নিয়ে যা জানাল হিউম্যান রাইটস ওয়াচ

১৮

একই গ্রামে কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

১৯

ভারত-বাংলাদেশ সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত

২০
X