বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত কর্মীর মৃত্যু

আ.লীগ কর্মী রওশন আলম শেখ। ছবি : সংগৃহীত
আ.লীগ কর্মী রওশন আলম শেখ। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় আহত এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বুধবার এ হামলা ও পাল্টা হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় বজলুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত্যু হওয়া ওই আওয়ামী লীগ কর্মীর নাম রওশন আলম শেখ (৬০)। তিনি উপজেলার দিঘইর গ্রামের মৃত জুরান শেখের ছেলে।

জানা যায়, জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং উপজেলা সৈনিক লীগের সম্পাদক ও জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা পুটু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার পুটুর চাচাতো ভাই ফরহাদ আরিফকে সামনে পেয়ে গালমন্দ করলে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় আওয়ামী লীগ কর্মী রওশন আলম শেখসহ অন্যরা দিঘইর বটতলা মোড়ে স্টলে বসেছিলেন। এসময় পুটুর নেতৃত্বে ১৫-২০ যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। পরে তারাও প্রতিরোধ করলে উভয়পক্ষের হামলা ও পাল্টা হামলায় রওশনসহ সাতজন আহত হন।

এ ঘটনার পর পুটুর লোকেরা আহতদের প্রায় দুই ঘণ্টা একটি বাড়িতে আটকে রেখে হাসপাতালে যেতে বাধা দেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে রওশন আলমের অবস্থার অবনতি হলে তাকে রাতেই নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যুবলীগ নেতা আরিফুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনে পুটুর বাবার পক্ষে কাজ না করায় তারা আমাদের সঙ্গে বিরোধ করে আসছিল। বুধবার চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তার নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করে।

সোহেল রানা পুটু বলেন, সেদিন রাতে তারাই হামলা করে আমাদের তিনজনকে আহত করে। পরে আমার লোকজন আত্মরক্ষার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন কালবেলাকে বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষেই মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন মারা যাওয়ায় এখন আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরাদনগরে বিষাক্ত স্পিরিট পানে ২ জনের মৃত্যু

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

১০

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

১১

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১২

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১৩

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১৪

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৫

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৬

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৭

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৮

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

১৯

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

২০
X