বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত কর্মীর মৃত্যু

আ.লীগ কর্মী রওশন আলম শেখ। ছবি : সংগৃহীত
আ.লীগ কর্মী রওশন আলম শেখ। ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় আহত এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বুধবার এ হামলা ও পাল্টা হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় বজলুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত্যু হওয়া ওই আওয়ামী লীগ কর্মীর নাম রওশন আলম শেখ (৬০)। তিনি উপজেলার দিঘইর গ্রামের মৃত জুরান শেখের ছেলে।

জানা যায়, জোনাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম এবং উপজেলা সৈনিক লীগের সম্পাদক ও জোনাইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে সোহেল রানা পুটু পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বুধবার পুটুর চাচাতো ভাই ফরহাদ আরিফকে সামনে পেয়ে গালমন্দ করলে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় আওয়ামী লীগ কর্মী রওশন আলম শেখসহ অন্যরা দিঘইর বটতলা মোড়ে স্টলে বসেছিলেন। এসময় পুটুর নেতৃত্বে ১৫-২০ যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। পরে তারাও প্রতিরোধ করলে উভয়পক্ষের হামলা ও পাল্টা হামলায় রওশনসহ সাতজন আহত হন।

এ ঘটনার পর পুটুর লোকেরা আহতদের প্রায় দুই ঘণ্টা একটি বাড়িতে আটকে রেখে হাসপাতালে যেতে বাধা দেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে রওশন আলমের অবস্থার অবনতি হলে তাকে রাতেই নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যুবলীগ নেতা আরিফুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনে পুটুর বাবার পক্ষে কাজ না করায় তারা আমাদের সঙ্গে বিরোধ করে আসছিল। বুধবার চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তার নেতৃত্বে ২০-২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা করে।

সোহেল রানা পুটু বলেন, সেদিন রাতে তারাই হামলা করে আমাদের তিনজনকে আহত করে। পরে আমার লোকজন আত্মরক্ষার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন কালবেলাকে বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষেই মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন মারা যাওয়ায় এখন আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সীমান্ত খুলতে ইসরায়েলের প্রতি ১০ দেশের আহ্বান

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

খালেদা জিয়ার জানাজা কখন, পড়াবেন যিনি

আজ ছুটির আওতায় থাকছে না যেসব প্রতিষ্ঠান 

খালেদা জিয়ার জানাজা / রাজধানীর যেসব এলাকায় সকাল ৮টা থেকে যান চলাচল সীমিত থাকবে

নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শীতের প্রকোপ কবে কমবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে ন্যাশনাল পিপলস যুব পার্টির শোক  

১০

খালেদা জিয়ার ইন্তেকালে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের শোক

১১

বেগম খালেদা জিয়া : বিদায় হে আপসহীন দেশনেত্রী

১২

খালেদা জিয়ার মৃত্যুতে ডিক্যাবের শোক

১৩

কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা ইনকিলাব মঞ্চের

১৪

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

১৫

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

১৬

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

১৭

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এ বি এম ওবায়দুল

১৮

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

১৯

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

২০
X