পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

আবারও গড়া হচ্ছে সেই ইটভাটা

আবারও নির্মাণ হচ্ছে ভেঙে দেওয়া সেই ইটভাটা। ছবি : কালবেলা
আবারও নির্মাণ হচ্ছে ভেঙে দেওয়া সেই ইটভাটা। ছবি : কালবেলা

দেড় মাস আগে রংপুরের পীরগাছার বামনসর্দার গ্রামে এমএসবি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৪১ একর ধানক্ষেত ঝলসে গিয়েছিল। বিষয়টি নিয়ে দৈনিক কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। একপর্যায়ে মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৯ মে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ইটভাটাটি ভেঙে ফেলা হয়।

কিন্তু ঘটনার এক মাস না যেতেই আবারও সেই ইটভাটা নির্মাণের কাজ শুরু হয়েছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আবারও ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তারা দ্রুত নির্মাণ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে ‘মেসার্স শিল্পী এন্টারপ্রাইজ’ এর এমএসবি নামের ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। সর্বশেষ বৈধতা ছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। এরপর হাইকোর্টের একটি রিটের মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছিলেন মালিক।

চলতি বোরো মৌসুমে ধোঁয়ার কারণে অন্তত ৭৮ জন কৃষকের ফসলের ক্ষতি হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে বিষয়টিতে গুরুত্ব দেয় প্রশাসন। পরে কৃষি বিভাগের প্রতিবেদনে ৮ লাখ ৩৫ হাজার টাকার ক্ষতি নির্ধারণ করা হলেও মালিকপক্ষ কৌশলে কম টাকায় কৃষকদের ক্ষতিপূরণ নিতে বাধ্য করেন। তবে মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসন ভাটাটি ভেঙে দেয়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ভাটার মালিক আইনের তোয়াক্কা করছেন না। বর্তমানে আবারও নতুন করে ক্লিঙ-ওয়াল ও চিমনি নির্মাণ করছেন। এতে তাদের ফসল আবারও ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের।

ভাটার ম্যানেজার মোনা চন্দ্র বর্মন জানান, আমি এ বিষয়ে কিছু জানি না; মালিক জানেন।

তবে মালিক মমিনুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনকল কেটে দেন।

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক সুমন বলেন, পুনর্নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়াই কেউ নির্মাণ করলে আবারও ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম বলেন, ভেঙে দেওয়ার পরও আবারও কীভাবে তারা নির্মাণ করছেন, আমরা বিষয়টি দেখছি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

হরিণের মাংসসহ আটক ৮

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

পাটুরিয়ায় ফেরিঘাটে ভাঙন, ৪ নম্বর ঘাটও ঝুঁকিতে

দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে ৫ ফল

আপনি কি জানেন, কেন তালার নীচে ছোট্ট ছিদ্র থাকে?

বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?

ফ্রিজে রাখা কাটা পেঁয়াজ কি খাওয়া উচিত, যা বলছেন বিশেষজ্ঞ

লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে আড়ালের চেষ্টা

১০

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যায়

১১

বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

১২

ডিএমপিতে অনলাইন জিডি করবেন যেভাবে

১৩

৪ জনের মরদেহ উদ্ধার / ‘আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো’ লেখা চিরকুটে আরও যা ছিল

১৪

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন 

১৫

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

১৬

১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়েন নুর জাহান

১৭

প্রেম, স্মৃতি আর বিদায়ের গল্পে লিসা-কেনতারো

১৮

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

১৯

আমিরের সঙ্গে দিব্যর স্বপ্নময় মুহূর্ত

২০
X