চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল করার দায়ে বিভিন্ন কারিগরি কলেজের ৪৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দ্বিতীয়ার্ধে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষায় নকল করার অপরাধে তাদেরকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত। সেইসঙ্গে কেন্দ্রের ৫টি রুমের দায়িত্বে থাকা ১০ শিক্ষককে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিষয় পরীক্ষায় ২৩৭ জন অংশ নিয়েছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আবুল হায়াত বলেন, (ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বইয়ের পাতা কেটে মোবাইল দেখে নকল করে লিখছে। এর পরিপ্রেক্ষিতে ৪৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর ১০ শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন