যশোর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের পাশে পূজা উদযাপন পরিষদ

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। ছবি : কালবেলা

যশোরের অভয়নগরে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা।

শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। পরে পানাম গ্রুপের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করেন।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামের বেড়েধাপাড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান সমস্যাগুলো চিহ্নিত করে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের অবহিত করেন।

পরে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের প্রত্যেককে পানাম গ্রুপের পক্ষ থেকে ৫০ কেজি চাল, ৫ কেজি তেল, ৫ কেজি ডাল, ১০ কেজি করে আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মাণ করা ঘরগুরো পরিদর্শন করেন।

এ সময় নেতারা বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের ঘর পরিদর্শন করেছি। বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্মাণ করা ঘরগুলো দেখলাম। কিন্তু ক্ষতিগ্রস্তদের অভিযোগ রয়েছে, ‘উপজেলা প্রশাসন থেকে নির্মাণ করা ঘরগুলোর কাজ ঠিকভাবে সম্পন্ন করেনি। ফলে বৃষ্টি ও ঝড়ে এ ঘরগুলোতে থাকা কষ্ট হয়ে যাবে।’

তারা আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ করা ঘরগুলো অনেক সুন্দর হয়েছে। আমরা চাই, সেনবাহিনী বাকি কাজগুলো দেখভাল করুক। তাহলে কাজের মান ভালো হবে। এ ছাড়া মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি সিনিয়র সচিব (অব.) অশোক মাধব রায়, সচিব (অব.) সুবির কিশোর চৌধুরী, গোপাল চন্দ্র দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন, সহসভাপতি শ্যামল দাস, দুলাল সমাদ্দার, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, অভায়নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনী সম্পাদক দেব কুমার ঘোষ, সদস্য কার্তিক চন্দ্র বিশ্বাস, সদস্য তাপস সাহা গোবিন্দ প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম ও তার এক সহযোগী সুমন সুন্দলী ইউনিয়নের ডহরমশিয়াহাটী গ্রামে বেড়েধাপাড়ায় পিন্টু বিশ্বাসের বাড়িতে যান। সেখানে মৎস্যঘেরের জমিসংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর শেষে পিন্টু বিশ্বাসের সঙ্গে তরিকুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতনামা ৬-৭ জন অস্ত্রধারী দুর্বৃত্ত বাড়ির ভেতরে ঢুকে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ওই রাতে বিক্ষুব্ধ জনতা পিন্টু বিশ্বাসের বাড়িসহ আশপাশের ১৩টি পরিবারের ১৮টি ঘরে ভাঙচুর-লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদী দখলে জাতীয় ঐক্য আছে, উদ্ধারে নেই : আনু মুহাম্মদ

সাগরে নিম্নচাপের পূর্বাভাস, বন্দরে সতর্কতা সংকেত 

কালবেলার দুঃখ প্রকাশ

টঙ্গীতে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

নারীদের তুলনায় পুরুষদের ক্যানসারের ঝুঁকি বেশি বলেছে গবেষণা

ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশকে নিয়ে হতাশ হার্শা

রাবি শিক্ষকদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবি ইউট্যাবের

ছাত্রলীগ নেতা বিপ্লব কারাগারে 

সপ্তাহে মাত্র একদিন ‘চিট মিল’! জানুন স্বাস্থ্য ঝুঁকি কতটা

১০

দুই দেশের ওপর বড় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

১১

গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

১২

ভালোবেসে বিয়ে, ভাড়া বাসায় স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

১৩

ডাকসু নির্বাচন নিয়ে রিজভী / ব্যালট পেপার ছাপানো হয়েছে নীলক্ষেতে- এটা চাপা দেবেন কীভাবে?

১৪

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৬

নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না : রুবেল

১৭

প্রকাশিত হলো বিসিবি ‍নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা

১৮

মেনোপজ সম্পর্কে সহজভাবে যা জানা জরুরি

১৯

জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরলে আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধ করবে ইরান

২০
X