সাভার প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি

ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি মো. জাকির হোসেন ওরফে ছোচা জাকির। ছবি : কালবেলা
ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি মো. জাকির হোসেন ওরফে ছোচা জাকির। ছবি : কালবেলা

ঢাকা আশুলিয়ার নবীনগর-চন্দ্রা হাইওয়ে সড়কের পাশে ফুটপাতে চাঁদা তোলার সময় ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি মো. জাকির হোসেন ওরফে ছোচা জাকিরকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় হকার ও এলাকাবাসী।

শনিবার (২১ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোচা জাকির ও তার সহযোগীরা প্রতিদিনের মতো ওই এলাকায় গিয়ে হকারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করলে ক্ষুব্ধ হকাররা একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে বাঁচতে না পেরে জাকির পাশের দারুল এহসান ট্রাস্টের একটি নিরাপত্তা কক্ষে আশ্রয় নেন। তবে উত্তেজিত জনতা সেখান থেকেও টেনে বের করে পুনরায় গণধোলাই দেয়।

স্থানীয় হকাররা অভিযোগ করে বলেন, ছোচা জাকির দীর্ঘদিন ধরে নবীনগর-চন্দ্রা সড়কসহ আশপাশের ফুটপাত থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। হকাররা একযোগে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাদের হুমকি দিতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে হকার ও পথচারীরা ধাওয়া দিলে তার বেশ কয়েকজন সহযোগী পালিয়ে গেলেও জাকির ধরা পড়ে গণপিটুনির শিকার হন।

স্থানীয় এক হকার বলেন, ছোচা জাকির আমাদের রক্ত চুষে খাচ্ছিল। তার পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের ছায়া থাকায় এতদিন কেউ মুখ খুলতে সাহস করেনি। আজ আর সহ্য করতে পারিনি, সবাই মিলে প্রতিরোধ করেছি।

এলাকাবাসীর অভিযোগ, জাকির স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন। ফলে কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পাননি।

থানার এক কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা বলেন, জাকিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সে আবার ফিরে এসে আমাদের উপর নির্যাতন শুরু করবে।

অভিযোগের বিষয়ে জানতে জাকিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ধামসোনা ইউনিয়ন যুবদলের সহসাংগঠনিক সম্পাদক স্বপন হোসেন কালবেলাকে বলেন, বিশেষ করে ৫ আগস্টের পর জাকিরের অত্যাচারে আমরা অতিষ্ঠ। ফুটপাতে চাঁদাবাজিসহ এমন কোনো অপকর্ম নেই যা দলের নাম ভাঙ্গিয়ে জাকির করে না। আমরা তার বিচার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ভার্ডে মির্জা গালিবের নিয়োগ নিয়ে যা জানা গেল

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

শিক্ষার বিস্তারে হাওরে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হবে : মাহবুবুর রহমান

গ্রেপ্তারের সময় পুলিশকে যা দেখাতে হবে

এবার পদ্মা সেতু ব্লকেডের হুঁশিয়ারি

চাকসু নির্বাচন / ছুটির পর প্রচারে জমজমাট চবি ক্যাম্পাস

তিস্তার পাড়ে রেড অ্যালার্ট

ডেঙ্গু পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

ঐকমত্য কমিশনের বৈঠক / সংসদ নির্বাচনে আলাদা ব্যালট রাখার কথা বলেছে বিএনপি

মালদ্বীপের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

১০

‘সাধারণ মানুষের প্রত্যাশা ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি’

১১

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলায় সিইউজের নিন্দা

১২

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

১৩

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

১৪

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

১৫

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

১৬

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

১৭

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

১৮

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

১৯

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

২০
X