বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও সীমান্তে এক মাসে ৭৯ জনকে পুশইন

পীরগঞ্জ  সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। পুরোনো ছবি
পীরগঞ্জ সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। পুরোনো ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা বেলতলা গ্রামের বাসিন্দা কেরামত আলী। পেশায় ভ্যানচালক। পরিবারে আর্থিক সচ্ছলতার আশায় ৯ মাস আগে পাড়ি জমান ভারতে৷ কাজ শুরু করেন কারখানার শ্রমিক হিসেবে। গত মাসে কারখানা থেকে আটক করে ভারতীয় পুলিশ৷ ২৬ দিন আটকে রাখা হয় কারাগারে৷ পরে ১৫০ টাকা হাতে ধরিয়ে দিয়ে সীমান্ত ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

কেরামত আলীর মতো ভাগ্যবদলের আশায় ক্রাশার মেশিন শ্রমিক হিসেবে কাজ করতেন পাশের গ্রামের যুবক রবিউল ও আফজাল। মাসে বেতন পেতেন ৬০ হাজার টাকা৷ ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনায় তাদেরও জোর করে পুশইন করেছে ভারত। বাদ পড়েনি কোনো বয়সী মানুষ৷ আর ভারতে না গিয়ে দেশেই থাকার দৃঢ় সংকল্প তাদের৷

বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় নাগরিক ও মানসিক রোগীদের জোরপূর্বক পুশইন করছে ভারত৷ এর ফলে নানা ধরনের রোগ সংক্রমণ হতে পারে বলে জানান চিকিৎসকরা৷

পুলিশের দেওয়া তথ্যমতে, জেলায় গত এক মাসে পুশইন হয়েছে ৭৯ জন। হরিপুর উপজেলায় ৫০ জন ও পীরগঞ্জ উপজেলা সীমান্তে ২৯ জন৷ তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

জেলার ভারতীয় সীমান্ত রয়েছে ১৫৬ কিলোমিটার। চলমান পরিস্থিতি ঘিরে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও প্যাট্রলিং বাড়ানোর সঙ্গে পাহারা জোরদার করেছে ঠাকুরগাঁও-৫০ ও দিনাজপুর ৪২ বিজিবি।

পুশইন হওয়া কেরামত আলী বলেন, গ্রামে কাজ না থাকায় ৯ মাস আগে কাঁটাতার পার হয়ে ভারতে গিয়েছিলাম। সেখানে পাথর ভাঙার কাজ করে ভালোই আয় হচ্ছিল। কিন্তু হঠাৎ ভারত পাকিস্তান সমস্যার পরই আমরা যারা কাগজ ছাড়া সেখানে থাকতাম তাদের পুলিশ খোঁজা শুরু করে। আমাকে কর্মস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে। সেখান থেকে ধরে সিলেটের পাশে বর্ডার পার করে বাংলাদেশে পার করে দেয়। এখন ভারতে অবস্থা ভালো না, তাই সেই দেশে আর যাবো না।

আফজাল ও রবিউল বলেন, আমরা কোনো কাগজ ছাড়াই ভারতে কাজ করতাম। গত ১৫ দিন আগে আমাদের ভারতীয় পুলিশ ধরে সীমান্তে এনে ছেড়ে দেয়। সেখানে বিএসএফ আমাদের তারকাঁটা পার করে বাংলাদেশে ঠেলে দেয়। এখন আমরা দেশেই থাকব। ওদেশে আর যাবো না।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, যাদের পুশইন করা হচ্ছে তাদের তথ্য নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুজন ভারতীয় পুশইন করা হয়েছিল, তাদের পুনরায় ভারতে ফেরত পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠানের প্রস্তুতি 

খালেদা জিয়ার রুহের মাগফিরাতে নিউমার্কেট বিএনপির দোয়া

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

গণতন্ত্র হারাল এক অভিভাবক, জাতির জন্য অপূরণীয় ক্ষতি : এবিএম ওবায়দুল

প্রকৌশল খাতে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য : আইইবি

রুমিন ফারহানাসহ যে ৯ জনকে বহিষ্কার করল বিএনপি

খালেদা জিয়ার জানাজা উপলক্ষে যেসব সড়ক বন্ধ থাকবে 

বেগম খালেদা জিয়ার জানাজায় নারীদের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল

বহিষ্কারের পর নির্বাচন করার ঘোষণা ১ বিএনপি নেতার

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

১০

রাস্তায় ফেলে যাওয়া ২ শিশুর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

১১

খালেদা জিয়ার মৃত্যু / ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণায় স্থগিত হলো যেসব পরীক্ষা

১২

বিএনপি নেতার প্রার্থিতা গ্রহণ না করতে রিটার্নিং কর্মকর্তাকে ব্যাংকের চিঠি

১৩

খালেদা জিয়ার ‘মাতৃস্নেহ’ নিয়ে অধ্যাপক জাহিদের স্মৃতিচারণা

১৪

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাবির বিশেষ পরিবহন ব্যবস্থা

১৫

ওয়েস্টিন, শেরাটন ও হানসার ৩১ ডিসেম্বরের সব অনুষ্ঠান বাতিল

১৬

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক : ডা. তাহের

১৭

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

১৯

যে পথে সংসদ ভবনে যাবে খালেদা জিয়ার লাশবাহী কনভয়

২০
X