ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও সীমান্তে এক মাসে ৭৯ জনকে পুশইন

পীরগঞ্জ  সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। পুরোনো ছবি
পীরগঞ্জ সীমান্তে পুশইন করা বাংলাদেশি নাগরিক। পুরোনো ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা বেলতলা গ্রামের বাসিন্দা কেরামত আলী। পেশায় ভ্যানচালক। পরিবারে আর্থিক সচ্ছলতার আশায় ৯ মাস আগে পাড়ি জমান ভারতে৷ কাজ শুরু করেন কারখানার শ্রমিক হিসেবে। গত মাসে কারখানা থেকে আটক করে ভারতীয় পুলিশ৷ ২৬ দিন আটকে রাখা হয় কারাগারে৷ পরে ১৫০ টাকা হাতে ধরিয়ে দিয়ে সীমান্ত ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)।

কেরামত আলীর মতো ভাগ্যবদলের আশায় ক্রাশার মেশিন শ্রমিক হিসেবে কাজ করতেন পাশের গ্রামের যুবক রবিউল ও আফজাল। মাসে বেতন পেতেন ৬০ হাজার টাকা৷ ভারত-পাকিস্তান যুদ্ধের ঘটনায় তাদেরও জোর করে পুশইন করেছে ভারত। বাদ পড়েনি কোনো বয়সী মানুষ৷ আর ভারতে না গিয়ে দেশেই থাকার দৃঢ় সংকল্প তাদের৷

বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় নাগরিক ও মানসিক রোগীদের জোরপূর্বক পুশইন করছে ভারত৷ এর ফলে নানা ধরনের রোগ সংক্রমণ হতে পারে বলে জানান চিকিৎসকরা৷

পুলিশের দেওয়া তথ্যমতে, জেলায় গত এক মাসে পুশইন হয়েছে ৭৯ জন। হরিপুর উপজেলায় ৫০ জন ও পীরগঞ্জ উপজেলা সীমান্তে ২৯ জন৷ তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷

জেলার ভারতীয় সীমান্ত রয়েছে ১৫৬ কিলোমিটার। চলমান পরিস্থিতি ঘিরে প্রতিটি বিওপিতে সদস্য সংখ্যা বৃদ্ধি ও প্যাট্রলিং বাড়ানোর সঙ্গে পাহারা জোরদার করেছে ঠাকুরগাঁও-৫০ ও দিনাজপুর ৪২ বিজিবি।

পুশইন হওয়া কেরামত আলী বলেন, গ্রামে কাজ না থাকায় ৯ মাস আগে কাঁটাতার পার হয়ে ভারতে গিয়েছিলাম। সেখানে পাথর ভাঙার কাজ করে ভালোই আয় হচ্ছিল। কিন্তু হঠাৎ ভারত পাকিস্তান সমস্যার পরই আমরা যারা কাগজ ছাড়া সেখানে থাকতাম তাদের পুলিশ খোঁজা শুরু করে। আমাকে কর্মস্থল থেকে পুলিশ গ্রেপ্তার করে। সেখান থেকে ধরে সিলেটের পাশে বর্ডার পার করে বাংলাদেশে পার করে দেয়। এখন ভারতে অবস্থা ভালো না, তাই সেই দেশে আর যাবো না।

আফজাল ও রবিউল বলেন, আমরা কোনো কাগজ ছাড়াই ভারতে কাজ করতাম। গত ১৫ দিন আগে আমাদের ভারতীয় পুলিশ ধরে সীমান্তে এনে ছেড়ে দেয়। সেখানে বিএসএফ আমাদের তারকাঁটা পার করে বাংলাদেশে ঠেলে দেয়। এখন আমরা দেশেই থাকব। ওদেশে আর যাবো না।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, যাদের পুশইন করা হচ্ছে তাদের তথ্য নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুজন ভারতীয় পুশইন করা হয়েছিল, তাদের পুনরায় ভারতে ফেরত পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিহারে এনডিএ জোটের বড় জয়

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

বেডরুমে যেসব রং ভুলেও ব্যবহার করবেন না

১০

তাদের সম্পর্ক নিয়ে তো প্রশ্ন উঠে না, জাহানারার উদ্দেশে জ্যোতি

১১

উত্তোলন বাড়লে জ্বালানি তেলের দাম কমবে কি?

১২

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

১৩

টানা পাঁচ সপ্তাহ ধরে কমছে পাম তেলের দাম

১৪

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরো, সামনে আসছে আরও নতুন তথ্য

১৫

ওটি ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

১৬

‘বর্তমানে সাকিবের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা দেখি না’

১৭

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

হিমেল হাওয়ার দাপট, ১৪ ডিগ্রিতে তেঁতুলিয়ার তাপমাত্রা

১৯

শীতকালে ঠান্ডা পানিতে গোসল ভালো নাকি ক্ষতি?

২০
X