বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা হয়েছে। হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। হামলায় আহত হয়েছেন ৬-৭ জন।
শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল কবাই ইউনিয়ন বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করে। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন। প্রধান অতিথি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাওসার আহমেদ মন্টু গাজী, যুবদল নেতা রেগান হাওলাদার, হাসান খান ও ছাত্রদল নেতা বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া, বিএনপি সমর্থক জয়দর হাওলাদার, বিএনপি কর্মী সুমন আকনসহ ৬-৭ জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে পেয়ারপুর বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। পরে তারা থানায় গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ কালবেলাকে বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন