চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ দুর্নীতিবাজদের বয়কট করুন : নাহিদ ইসলাম

চুয়াডাঙ্গায় পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘দুর্নীতিবাজ, দখলদার ও চাঁদাবাজদের না বলুন। যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন, তাদের বয়কট করুন। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে।’

বুধবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই পদযাত্রার সমন্বয়ক মোল্লা এহসান ফারুক। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম। এনসিপি কেন্দ্রীয় সংসদের উদ্যোগে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা উপলক্ষে চুয়াডাঙ্গায় এ পথসভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় নাহিদ বলেন, ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। আমাদের পানির ন্যায্য হিস্যা দেওয়া হয়নি। আমাদের অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষকে খুন-গুম করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিলেন। আপনাদের সন্তানরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে শত শত নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ। বিগত সময়ের কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। আমরা বলে দিয়েছি আর একজন বাংলাদেশিকে হত্যা করা চলবে না। বিজিবির ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা ভারতীয় প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলবেন। তারা অস্ত্র দিয়ে কথা বললে আপনার অস্ত্রের ভাষায় তার জবাব দেবেন।

তিনি চুয়াডাঙ্গাবাসীর উদ্দেশে বলেন, আপনারা যে কোনো প্রয়োজনে পাশে পাবেন আমাদের। এনসিপি আপনাদের সঙ্গে আছে। আপনাদের সঙ্গে আছি আমরা। আপনাদের সন্তান আমরা। বাংলাদেশ বিনির্মাণে নতুন করে যাত্রা শুরু করতে চাই।

নাহিদ আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশে নির্বাচন সম্ভব নয়। জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। মাঠে থাকব। আপনাদের দ্বারে দ্বারে যাব।

এর আগের দিন মেহেরপুরে পদযাত্রা শেষ করে সেখানে রাতযাপন করেন নাহিদ। এরপর প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে রওনা হয়ে চুয়াডাঙ্গার হাট বোয়ালিয়া পৌঁছে সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন। এরপর পদযাত্রা নিয়ে তারা আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গায় এসে পৌঁছান দুপুর আড়াইটার দিকে। এ সময় মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গা বড়বাজার শহীদ হাসান চত্বরে পথসভায় যোগ দেন।

এরপর দামুড়হুদা, দর্শনা হয়ে সন্ধ্যায় জীবননগরে গিয়ে শেষ হয়। এ সময় দর্শনা সুলতানপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর ঝাঝাডাঙ্গা গ্রামের বাড়িতে যান এনসিপির নেতারা।

সভায় আরও বক্তব্য দেন- দলটির জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, আক্তার হোসেনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বন্যা ঝুঁকি নেই, যথাসময়ে এইচএসসি পরীক্ষা

ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ

চারটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

বিজিবির মানবিক সহায়তা / ফেনীতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ক্যান্সার আক্রান্ত ফাহিমার পাশে ‘আমরা বিএনপি পরিবার’

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের পাশে ছাত্রদল নেতা

শিক্ষা মন্ত্রণালয়ে প্রভাবশালী দুই উপসচিবকে স্ট্যান্ড রিলিজ

রাষ্ট্রপতির কাছে সৌদি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ  

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট্রদূত

বন্যার কারণে ৩ বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১০

রেস্তোরাঁ থেকে ইসরায়েলিদের তাড়িয়ে দিলেন ম্যানেজার

১১

অনুশীলনের জন্য দরকার হলে রিহার্সাল নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

১২

সংবাদ সম্মেলনে প্রেস সচিব / নির্বাচনের আগে প্রশাসনে ১৭ হাজার জনবল নিয়োগ হবে

১৩

এনসিপির কার্যালয়ে সামনে ফের ককটেল বিস্ফোরণ

১৪

জুলাইয়ে আহতদের জন্য দেড় হাজার ফ্ল্যাট, ব্যয় ১,৩৪৪ কোটি টাকা

১৫

ভুয়া তথ্য দিয়ে স্কুল এমপিওভুক্ত করেছেন কথিত প্রধান শিক্ষক

১৬

ডুবোচর ও তাপ বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে ইলিশশূন্য পায়রা!

১৭

চোখ হারানো জুলাই যোদ্ধা হিমেল পেল সাড়ে ৩ লাখ টাকার অনুদান

১৮

পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন / জিও ব্যাগ ফেলছে পাউবো, স্থানীয়দের দাবি টেকসই বাঁধ

১৯

৫ শিক্ষকের ৪ জনই অনুপস্থিত, পাঠদান ব্যাহত

২০
X