ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দুলাল বিশ্বাসের সঙ্গে শৈলকূপায় নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত

নিজ বাস ভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
নিজ বাস ভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলার ব্যবস্থপনা পরিচালনক আলহাজ নজরুল ইসলাম দুলালের নিজ বাস ভবনে আবাইপুরের পাচঁপাখিয়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হন। এ সময় অনান্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ ম জুলফিকার কায়সার টিপু, উপজেলা কৃষক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবলু জোয়ার্দ্দার, সাবেক জেলা পরিষদ সদস্য রেজাউল খানসহ শতাধিক নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা জানান, ঝিনাইদহের শৈলকূপায় দীর্ঘদিনের সামাজিক কোন্দল ও দলীয় প্রতিপক্ষের আধিপত্যের জেরে সহিংসতার মাধ্যমে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। যে কারণে বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই এর দায় এড়াতে পারেন না। গোটা দেশে উন্নয়ন হলেও শৈলকূপাতে তেমন দৃশ্যত কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। সাধারণ মানুষের দুর্ভোগ আজ চরমে পৌঁছেছে। তারা আরও অভিযোগ করে জানান, গতকাল শুক্রবারও গোলকনগর গ্রামে আব্দুল হাই এমপির সমর্থিতদের হামলায় দুলাল বিশ্বাস গ্রুপের আবু সাঈদ বিশ্বাস নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।

অবিলম্বে তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দলীয় নেতা-কর্মীরা আরও জানান, নিজ দলের কর্মীদের মিথ্যা মামলাসহ নানা রকম ভয়-ভীতি থেকে রেহাই পেতে শৈলকূপার জনগন নতুন মুখ হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান দুলাল বিশ্বাসকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান।

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দুলাল বলেন, সমাজে সহিংসতা, বিশৃঙ্খলা, অরাজকতা ও গোলযোগ আমি চাই না। আমি শান্তি প্রিয় মানুষ। এলাকার মানুষের মানব কল্যাণে কাজ করে যেতে চাই। আপনাদের বিপদে-আপদে সুখ-দুঃখের সাথী হয়ে বাচঁতে চাই। আপনারা সকল ইউনিয়নে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরবেন। উন্নয়ণ অব্যাহত রাখতে হলে আবারও এ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। সে কারণে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দলের পক্ষে কাজ করুন। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের সেবা করার জন্যই বছরের পর বছর ধরে এলাকার জন্য কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

ইংলিশদের বিপক্ষে মারুফাদের লড়াই করে হার

পিআর নিয়ে আমরা শেষ পর্যন্ত লড়ব : চরমোনাই পীর

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

প্রথমবারের মতো ইউনেস্কোর সভাপতি বাংলাদেশ

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

১০

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

১২

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

১৩

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

১৪

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

১৫

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

১৬

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

১৭

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

১৮

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

১৯

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

২০
X