শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ এএম
অনলাইন সংস্করণ

দুলাল বিশ্বাসের সঙ্গে শৈলকূপায় নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত

নিজ বাস ভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
নিজ বাস ভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন আলহাজ নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম দুলালের সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশ্বাস বিল্ডার্স ও দৈনিক কালবেলার ব্যবস্থপনা পরিচালনক আলহাজ নজরুল ইসলাম দুলালের নিজ বাস ভবনে আবাইপুরের পাচঁপাখিয়া গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত হন। এ সময় অনান্যদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ ম জুলফিকার কায়সার টিপু, উপজেলা কৃষক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবলু জোয়ার্দ্দার, সাবেক জেলা পরিষদ সদস্য রেজাউল খানসহ শতাধিক নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা জানান, ঝিনাইদহের শৈলকূপায় দীর্ঘদিনের সামাজিক কোন্দল ও দলীয় প্রতিপক্ষের আধিপত্যের জেরে সহিংসতার মাধ্যমে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। যে কারণে বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই এর দায় এড়াতে পারেন না। গোটা দেশে উন্নয়ন হলেও শৈলকূপাতে তেমন দৃশ্যত কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। সাধারণ মানুষের দুর্ভোগ আজ চরমে পৌঁছেছে। তারা আরও অভিযোগ করে জানান, গতকাল শুক্রবারও গোলকনগর গ্রামে আব্দুল হাই এমপির সমর্থিতদের হামলায় দুলাল বিশ্বাস গ্রুপের আবু সাঈদ বিশ্বাস নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।

অবিলম্বে তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দলীয় নেতা-কর্মীরা আরও জানান, নিজ দলের কর্মীদের মিথ্যা মামলাসহ নানা রকম ভয়-ভীতি থেকে রেহাই পেতে শৈলকূপার জনগন নতুন মুখ হিসেবে মুক্তিযোদ্ধার সন্তান দুলাল বিশ্বাসকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান।

এ সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দুলাল বলেন, সমাজে সহিংসতা, বিশৃঙ্খলা, অরাজকতা ও গোলযোগ আমি চাই না। আমি শান্তি প্রিয় মানুষ। এলাকার মানুষের মানব কল্যাণে কাজ করে যেতে চাই। আপনাদের বিপদে-আপদে সুখ-দুঃখের সাথী হয়ে বাচঁতে চাই। আপনারা সকল ইউনিয়নে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনা সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরবেন। উন্নয়ণ অব্যাহত রাখতে হলে আবারও এ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। সে কারণে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দলের পক্ষে কাজ করুন। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আপনাদের সেবা করার জন্যই বছরের পর বছর ধরে এলাকার জন্য কাজ করে চলেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১০

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১১

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১২

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৩

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৪

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৫

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৬

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৭

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৮

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৯

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

২০
X