কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ৩৬ পরিবারের পাশে দাঁড়ালেন আ.লীগ নেতা

কুমিল্লার বরুড়ায় ৩৬ হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে সহায়তা প্রদান। ছবি : কালবেলা
কুমিল্লার বরুড়ায় ৩৬ হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে সহায়তা প্রদান। ছবি : কালবেলা

কুমিল্লার বরুড়ায় ৩৬ হতদরিদ্র কর্মহীন পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এসকিউ গ্রুপের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীম।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন অসহায় নয় পুরুষকে ১টি করে ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়। এ ছাড়া অসহায় নারীদের ১টি করে সেলাই মেশিন, অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা ও সন্তানসম্ভবা দুস্থ নারীকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়। এসব সহায়তার পাশাপাশি ১৫ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮টি মসজিদ ও ১টি মন্দিরে আর্থিক অনুদান দেওয়া হয়।

শাকপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হাসেম এর সভাপতিত্বে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বরুড়া উপজেলা আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ফরহাদ হোসেন ও বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।

অটোরিকশা পাওয়া আবদুল হান্নান নামের একজন বলেন, ‘হাতে কাজ ছিল না, অনেক কষ্ট করে দিনযাপন করতাম। বাচ্চাদের দুবেলা পেট ভরে খাবার দিতে পারতাম না। শামীম ভাইয়ের জন্য এখন নিজের একটা অটোরিকশা হলো। বউ-বাচ্চা নিয়ে দুবেলা ভাত তো খেতে পারব।’

সেলাই মেশিন নিতে আসা এক নারী বলেন, ‘অনেক কষ্টে সংসার চলে, সেলাই করতে জানি কিন্তু মেশিন কেনার টাকা ছিল না। এখন সেলাই মেশিন পাইছি, আশেপাশের বাড়ির মা-বোনদের কাপড় সেলাই করুম। কাজও হইবো, সংসারও দেখতে পারমু। আল্লাহ ওনার (শফিউদ্দিন শামীম) ভালো করুক। ওনারা আছেন বইলা আমরা গরিবরা বাঁইচা আছি।’

এ বিষয়ে শফিউদ্দিন শামীম বলেন, ‘এর আগে বরুড়া উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি (দ:), খোশবাস (উ:) ইউনিয়নে অনুদান বিতরণ সম্পন্ন করেছেন। পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে। ’

তিনি বলেন, ‘অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি এস কিউ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমার পরিবার ৩০ বছর ধরে নানা কর্মসূচি পালন করে আসছে।’

অসচ্ছল ও দারিদ্র্যতায় জীবনের শেষ সময়েও মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা সহায়সম্বলহীন দুস্থ নারীদের ঘরে বসে আয়ের সুযোগ ও যারা চরম দারিদ্র্যতার কশাঘাতে চিকিৎসা করাতে পারছেন না তাদের জন্য এমন মানবিক উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয় কাজ বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া প্রসূতি মায়েদের স্বাস্থ্যগত বিষয় খেয়াল রাখাও একটি প্রশংসনীয় কাজ বলে উল্লেখ করেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

ইসরায়েলি বাহিনীর ওপর হামলা

চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

সমাধান ছাড়াই শেষ হলো ববি ও বিএম কলেজের আলোচনা

দেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না : সেলিমুজ্জামান

আটকে গেল ১৩ শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন

যৌন হয়রানীর অভিযোগে মামলা করলেন শুটার রত্না

মাতৃমৃত্যুর ৫৫ শতাংশই হয় প্রসব পরবর্তী ২৪ ঘণ্টায়

মজলুম থেকে জালিম হইয়েন না : আসিফ মাহমুদ

১০

ইসলামিসহ কয়েকটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমিনুল হক

১১

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

১২

দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল / খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

১৩

বিএনপির আরেক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৪

যুক্তরাষ্ট্র ভিসা না দেওয়ায় বিশ্বকাপ ড্র বয়কট করছে ইরান

১৫

আরাকান আর্মির মাদক সন্ত্রাসে বিপর্যস্ত দেশ

১৬

বিমানবন্দরে যাত্রীর লাগেজ চুরি, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

১৭

যুবদল নেতার শতাধিক ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৮

প্রশিক্ষিত ২ কুকুর নিলামে বিক্রি

১৯

শিশুর মায়ের কোলে থাকার মতোই সনাতনীরা নিরাপদ থাকবে : কাজী আলাউদ্দীন

২০
X