‘মন মোর মেঘেরও সঙ্গী’—এ স্লোগানকে প্রতিপাদ্য করে নওগাঁয় উদযাপন করা হয়েছে বর্ষা উৎসব-১৪৩২। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের প্যারিমোহন লাইব্রেরি গ্রন্থাগারে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পরে একে একে গান, নাচ, আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। এ ছাড়া বর্ষাকথনসহ অন্যান্য আয়োজনের মাধ্যমে রাত ১০টায় শেষ হয় অনুষ্ঠানটি। বর্ষাবরণ উৎসবের আয়োজন করেন ‘নওগাঁ সাংস্কৃতিক ঐক্য’ নামে একটি সংগঠন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সভাপতি মনোয়ার লিটন ও সাধারণ সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।
অনুষ্ঠানে নাচ, গান আর কবিতা আবৃত্তি ও বর্ষাকথনে ক্ষণে ক্ষণে ভেসে আসে গ্রাম বাংলার প্রকৃতিতে বর্ষার আবেদনের কথা। শিল্পীদের এমন পরিবেশনায় বর্ষাবন্দনায় মেতে ওঠেন স্থানীয় শিল্পী এবং সংস্কৃতি কর্মীরা।
আয়োজকরা জানান, বর্ষা উৎসব উদযাপন করার মাধ্যমে প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রকাশ পায়। এ ছাড়াও প্রজন্মের সঙ্গে প্রজন্মের মিল বন্ধন, অসাম্প্রদায়িক চেতনা ও শহরের যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া ঐতিহ্যের ধারণা দিতে এমন উৎসবের আয়োজন।
নওগাঁ সাংস্কৃতিক ঐক্য সংগঠনটির সভাপতি মনোয়ার লিটন বলেন, বর্ষা আবহমান বাংলার শিল্প, সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বর্ষার সঙ্গে বাংলার মানুষের সম্পর্ক বহু প্রাচীন। বর্ষায় প্রকৃতির রূপ-বৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন আসে। প্রচণ্ড খরতাপের পর বর্ষা এলে প্রাণ ফিরে পায় প্রকৃতি। সাহিত্যের পরতে পরতে বর্ষা যেমন উদ্ভাসিত তেমনই যাপিত জীবনেও বর্ষা এনে দেয় নিজেকে খুঁজে পাওয়ার মুহূর্ত।
তিনি আরও বলেন, গ্রীষ্মের ধুলোমলিনতা ধুয়ে প্রকৃতি সবুজের সমারোহে সাজে। জীর্ণতা ধুয়ে মুছে, নবযৌবন আর শান্তির বার্তা ছড়িয়ে দিক এবারের বর্ষা—এমনি প্রত্যাশা।
মন্তব্য করুন