কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

গরমে আরাম দেবে ৭ খাবার

গরমে কি খাচ্ছেন তার ওপর আপনার স্বাস্থ্য নির্ভর করবে অনেকটাই। ছবি : সংগৃহীত
গরমে কি খাচ্ছেন তার ওপর আপনার স্বাস্থ্য নির্ভর করবে অনেকটাই। ছবি : সংগৃহীত

গ্রীষ্মকালে প্রচণ্ড গরমে আমাদের শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। ঘাম, পানিশূন্যতা, ক্লান্তি, অস্বস্তি- সব মিলিয়ে এ সময়টাতে শরীর ও মনের বাড়তি যত্ন দরকার। আর শরীর-মনের সঠিক যত্ন নিতে নিজের খাবারের খেয়াল রাখাটা খুবই জরুরি। তাই দরকার এমন কিছু খাবার, যা সহজে পাওয়া যাবে তবে পুষ্টিকর, সাশ্রয়ী হবে। পাশাপাশি শরীরকে ঠাণ্ডা ও সতেজ রাখবে। চলুন আজ জেনে নেই এমন ৭টি গরমকালে খাওয়ার মতো খাবারের কথা, যেগুলো আমরা সহজেই পাব, এছাড়া খরচও হবে পকেটবান্ধব।

১. টক বা মিষ্টি দই

দই হলো গ্রীষ্মকালের জন্য আদর্শ একটি খাবার। এটি হজমে সহায়তা করে, শরীর ঠাণ্ডা রাখে এবং এতে থাকে ক্যালসিয়াম, প্রোটিন ও পেটের জন্য ভালো ব্যাকটেরিয়া। ঘরে বানানো টক দই খাওয়া সবচেয়ে ভালো। এটি সাশ্রয়ী এবং নিরাপদ। দুপুর বা বিকেলের খাবারে এক কাপ দই রাখুন। দেখবেন ক্লান্তি ও হিটস্ট্রোকের ঝুঁকি কমবে। তবে খেয়াল রাখবেন, সম্ভব হলে সূর্যাস্তের পর দই খাওয়া থেকে বিরত থাকবেন।

২. তালশাঁস বা খেজুর গুড়ের ঘোল

তালশাঁস গরমে শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে এবং এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ মিনারেল ও ভিটামিন। অন্যদিকে খেজুর গুড়ের ঘোল বা লেবুর রস মিশিয়ে তৈরি করা শরবত শরীরের পানির ঘাটতি পূরণ করে। সবচেয়ে বড় কথা হলো এগুলো খুবই সহজলভ্য ও সাশ্রয়ী। তালশাঁস এখন পাওয়া না গেলেও সহজেই আপনি খেজুর গুড়ের ঘোল বা লেবুর রস মিশিয়ে তৈরি করা শরবত খেয়ে শরীর ঠাণ্ডা রাখতে পারেন।

৩. শসা ও টমেটো

শসার মধ্যে ৯০ শতাংশেরও বেশি পানি থাকে, যা শরীরকে ঠাণ্ডা ও হাইড্রেটেড রাখে। টমেটোতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। দুপুরের খাবারে বা স্ন্যাক্স হিসেবে সালাদ করে খাওয়া যেতে পারে এ সবজিগুলো। এগুলো সহজেই পাওয়া যায়, পাশাপাশি অন্যান্য সবজির তুলনায় সস্তা ও পুষ্টিকর। ৪. পাকা পেঁপে ও কলা

পেঁপে হজমে সাহায্য করে এবং গ্রীষ্মে শরীর পরিষ্কার রাখতে কার্যকর। কলা দ্রুত শক্তি বাড়ায়, পটাশিয়ামে ভরপুর। এই দুটি দেশি ফল সারা বছরই সহজলভ্য এবং গরমের দিনে শরীরে ভারসাম্য বজায় রাখতে দারুণ কাজ করে।

যাদের ঠাণ্ডার সমস্যা আছে, তারা সন্ধ্যার পর কলা খাওয়া এড়িয়ে চলতে পারেন।

৫. লেবু পানি বা লবণ-চিনি পানি

গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর লবণ ও পানি বেরিয়ে যায়। এক গ্লাস লেবু পানি বা এক চিমটি লবণ-চিনি মিশিয়ে পানি পান করলে শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকে। এটি আপনার শরীরের জন্য একেবারেই সাশ্রয়ী কিন্তু কার্যকর পানীয়।

৬. চিড়া-দই-আলু ভর্তা

গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী খাবার এটি। চিড়া ধুয়ে ঠাণ্ডা দইয়ের সঙ্গে খেলে তা হালকা, ঠাণ্ডা ও সহজে হজমযোগ্য হয়। অথবা চিড়ার সঙ্গে আলু ভর্তা বা ডাল দিয়ে খেলে এটি একটি পূর্ণ পুষ্টিকর খাবারে পরিণত হয়। গরমে ভাত খেতে না চাইলে এটি চমৎকার বিকল্প।

৭. তেঁতুল ও বেলের শরবত

তেঁতুল ও বেল দুটিই শরীর ঠাণ্ডা রাখতে, হজমে সাহায্য করতে এবং শরীরের পানিশূন্যতা দূর করতে দারুণ কার্যকর। এগুলো দিয়ে তৈরি ঘরে তৈরি শরবত সহজে বানানো যায় এবং এসব বাজার থেকেও সস্তায় কেনা যায়। এই গরমে শরীর সুস্থ, ঠাণ্ডা ও প্রাণবন্ত রাখতে হলে খাবার নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হাতের কাছেই রয়েছে এমন অনেক দেশি ও সাশ্রয়ী উপাদান, যা একটু সচেতন হলেই পুষ্টির চাহিদা পূরণ করে এবং গরমের কষ্ট কমিয়ে দেয়।

গরমে ঠাণ্ডা থাকতে, দেশি পুষ্টিকর খাবার হোক আপনার ভরসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল বাংলাদেশ

ধানমন্ডিতে আ.লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন এখনই

সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার

শিশুকে অপহরণের পর থানায় অভিযোগের পরামর্শ দেন তারা

চবিতে দুই ছাত্রকে কুপিয়ে ছাদ থেকে ফেলে নির্যাতন

ফোরজি ইন্টারনেট নিয়ে সুখবর, সেপ্টেম্বর থেকে কার্যকর

মানুষের পালানোর সব পথ বন্ধ করতে শহরের চারপাশে দেওয়া হচ্ছে মাটির দেয়াল

শুধু সৌন্দর্যে নয়, পুষ্টিগুণেও ভরপুর শাপলা

ভুলেও এআই চ্যাটবটকে যে ১০ তথ্য দেবেন না

১০

রোবটের পর এবার বিমান বানিয়ে তাক লাগাল অনুকূল

১১

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

১২

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

১৩

একদিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮ 

১৪

বিদেশি পর্যটক ও বহিরাগতদের দখলদারিত্বের বিরুদ্ধে উত্তাল মেক্সিকো সিটি

১৫

পৃথিবীর সব কূপ কেন গোলাকার হয়? 

১৬

দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব

১৭

সব পদ থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা বহিষ্কার

১৮

বুমরাহর সঙ্গে তুলনা নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরাম

১৯

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

২০
X