বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আমি রাজনীতি বুঝি না, করতেও চাই না : অপু বিশ্বাস

অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। এ সময় মুখে মাস্ক ও বোরকা পরে আদালতে উপস্থিত হন অপু বিশ্বাস।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল মান্নান খান শুনানিতে বলেন, এজাহারে অপু বিশ্বাসের বিরুদ্ধে অর্থের জোগানের কোনো তথ্য উল্লেখ নেই। তিনি নুসরাত ফারিয়ার জামিনের দৃষ্টান্ত তুলে ধরেন এবং জানান যে বাদী হলফনামা দিয়ে তার ভুলের কথা স্বীকার করেছেন। আইনজীবী জোর দেন যে, অপু বিশ্বাসের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী। তার জামিন চাওয়া হয়।

শুনানির একপর্যায়ে বিচারক অপু বিশ্বাসের কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি দুবার মাথা নেড়ে ‘না’ উত্তর দেন। এ সময় তাকে হাসিমুখে দেখা যায়। বিচারকের জিজ্ঞাসার পর এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্য থেকে কেউ কেউ মন্তব্য করেন, ‘অপু বিশ্বাস ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। টাকার বিনিময়ে মঞ্চে-স্টেজে নেচে-গেয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এগিয়ে দিত। সে আবার হাসে।’

এরপর অপু বিশ্বাস কিছু বলতে চাইলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তাকে থামিয়ে বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী শিক্ষার্থীদের ওপর হামলা করে। লাশের বন্যা বয়ে যায়। এ দেশের সাংস্কৃতিক অঙ্গনের যারা ছিল সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। এই অপু বিশ্বাসরা ফেরদৌসের নেতৃত্বে শেখ হাসিনাকে সহযোগিতা করে। শেখ হাসিনা আবার আসবে বলে তারা মনে করেন।’

এই মন্তব্যের পর অপু বিশ্বাস নিজ থেকে বলেন, ‘আমি একজন অভিনেত্রী। অভিনয় করার জন্য অনেক কিছু করতে হয়েছে। আমি রাজনীতি বুঝি না। রাজনীতি করিও না। করতেও চাই না।’ তার এই বক্তব্য শুনে উপস্থিত অনেক আইনজীবী ‘আহা আহা সাধু’ বলতে থাকেন।

এ সময় কিছু উত্তেজিত আইনজীবী মন্তব্য করেন যে, অপু বিশ্বাস সংসদ সদস্য হতে চেয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার ‘দোসর’। এর জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি অভিনেত্রী। আমাকে যে পোশাক দেওয়া হয়, সে পোশাক পরে অভিনয় করতে হয়। অভিনয় এমনই। ওই সময় আমি খারাপ অবস্থায় ছিলাম। পারিবারিক ঝামেলা চলছিল। আমার একটা বাচ্চা আছে।’ এই কথাগুলো বলার সময় অপু বিশ্বাসের চোখ ছলছল করে ওঠে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদনের আগ পর্যন্ত অপু বিশ্বাসের জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থানরত আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক। এ মামলায় ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের নাম রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

গভীর রাতে প্রাণ গেল ৩ জনের

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

একনজরে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসূচি

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

বুসকেটস ও আলবার বিদায়ী ম্যাচে এমএলএসের রাজা মেসি

১০

৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, দেখে নিন কবে কার ম্যাচ

১২

জুলাইয়ের ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

১৩

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১৭

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া

১৮

মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প

১৯

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলো খুনি

২০
X