বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় নির্বাচন অফিসে আগুন

বরগুনায় জেলা নির্বাচন অফিস কার্যালয়ে লাগা আগুন দাউদাউ করে জ্বলছে। ছবি : কালবেলা
বরগুনায় জেলা নির্বাচন অফিস কার্যালয়ে লাগা আগুন দাউদাউ করে জ্বলছে। ছবি : কালবেলা

বরগুনায় জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বিভিন্ন কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। এই সংবাদ লেখা পর্যন্ত এ অগ্নিকাণ্ডের উৎস বা কারণ খুঁজে পাননি ফায়ার সার্ভিসের সদস্যরা।

সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বরগুনা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানাতে যান। এরপর অফিসের পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান। পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখা নামে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়।

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বলেন, অফিসের নাইটগার্ড পর্দা টানিয়ে যায় এবং পরিচ্ছন্নতাকর্মী পরিষ্কারের কাজ করছিল। এ সময় একটি রুম থেকে কটকট শব্দ শুনে অন্যদের জানালে তারা এসে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, সকালে এ ঘটনা ঘটায় অনেকেই ঘুমে ছিল। যে কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে।

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। পরে স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। শুধু হিসাব শাখা নামের একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল এবং সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়েছে। মূল স্টোর যেখানে প্রচুর মালামাল ছিল তা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।

কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু নাইটগার্ডসহ অফিসের বিভিন্ন লোকজন আছেন বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সচিব পেল সংসদ সচিবালয়

ইউএনএফপিএর জরিপ / অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক বাস্তবতায় কমছে প্রজনন হার

এ সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার হবে : আসিফ নজরুল

ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি

উরি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৬০-এ একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় ইউল্যাব

তারেক রহমানের উপদেষ্টার স্ট্যাটাস / মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে ১০টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা

১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ পেয়ে বোর্ড সেরা অনামিকা

‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে’

পিকআপ ভ্যানচাপায় প্রাণ গেল ২ ব্যবসায়ীর

এবার ত্রাণ নিয়ে গাজার পথে ফ্লোটিলার নতুন জাহাজ ‘হান্দালা’

১০

‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’

১১

ঐক্যই চলমান রাজনৈতিক অস্থিরতার একমাত্র সমাধান : কামাল হোসেন

১২

ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

১৩

অপ্রত্যাশিত প্রেম ও ভাগ্যের খেলা নিয়ে সজল-মায়ার ‘স্পর্শের মায়াজাল’

১৪

এসএসসি পরীক্ষার ফলাফল / স্টেশন মানে গন্তব্য নয়

১৫

চাঁদাবাজ-দুর্নীতি আবারও রাষ্ট্রে চেপে বসেছে : নাহিদ

১৬

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে : মনির খান

১৭

বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার প্রিন্স মামুন

১৮

দুদকের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের রায় প্রকাশ

১৯

‘তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু’

২০
X