কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ। ছবি : সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষ। ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা জাহিদ হোসেন, তার স্ত্রী নাসরিন আক্তার, ছেলে আবু হুমারা, সিএনজি যাত্রী শ্রীপুর উপজেলার মাওনা এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম এবং চালক মেহেদী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মান্নান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মাওনা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় ৫ যাত্রী কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী অটোরিকশাটি ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদ ও তার ছেলে নিহত হন। এ সময় জাহিদের স্ত্রী, যাত্রী শফিকুল ইসলাম ও চালক গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নিয়ে যান। পরে কুমুদিনী হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জাহিদের স্ত্রী নাসরিনকে মৃত ঘোষণা করেন। আহত শফিকুল ইসলামকে শ্রীপুর আল হেরা হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএনজি অটোরিকশার চালক।

এদিকে ঘটনার পর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন নিহতদের স্বজনরা। এ সময় তারা মরদেহ শনাক্ত করেন।

স্বজনরা বলছেন, মাওনা থেকে কালিয়াকৈর আসার পথে মর্মান্তিক দুর্ঘটনায় এতগুলো প্রাণহানি ঘটেছে। এতে দায়ী কাভার্ডভ্যান চালকের শাস্তি দাবি করেন তারা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরুজ্জামান বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল

শনিবারের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের যেসব নির্দেশনা দিল জামায়াত

রাজশাহীতে ক্যানসার নিয়ে সায়েন্টিফিক সেমিনার

‘পীর সাহেবরা টাকা দিলে ফুঁ দেয়, না দিলে হাত দিয়ে সরিয়ে দেয়’

বর্ষার পানিতে ডুবে মা-মেয়ের মৃত্যু

গাজার যোদ্ধাদের সিদ্ধান্তে হতাশ হয়ে মিশরের হুমকি

আর্থিক অন্তর্ভুক্তি সূচকে পেছাল বাংলাদেশ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বন্ধ করতে হবে : ফয়জুল করীম

কলেজে ভর্তির আবেদন শুরু ২৪ জুলাই, বাড়ছে ফি 

ঢাবিতে তরুণ লেখক সম্মেলন শনিবার

১০

যুব মহিলা লীগ নেত্রী তানিয়া গ্রেপ্তার

১১

বেরোবির ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ লাল কাপড়ে ঢেকে দিলেন শিক্ষার্থীরা

১২

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৩

জামিনে বেরিয়ে নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

১৪

স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৫

দ্রুত নরম হয়ে যাচ্ছে ডিউক বল, তদন্তে নামছে নির্মাতা প্রতিষ্ঠান

১৬

শহীদ মুগ্ধকে নিয়ে স্নিগ্ধর আবেগঘন লেখা

১৭

ম্যুরাল থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিবের ছবি

১৮

‘যারা পিআর বোঝে না, তাদের রাজনীতি করার দরকার নেই’

১৯

নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

২০
X