রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ এএম
অনলাইন সংস্করণ
রাজবাড়ীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিএনপির ২ হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত। ছবি : কালবেলা

রাজবাড়ীতে শনিবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। মামলায় প্রায় ২ হাজার ৮০০ জনের মতো আসামি করা হয়েছে।

এ ঘটনায় বিএনপির ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এতে বিএনপি কর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে।

শনিবার রাতে রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে একটি এবং রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিধান চন্দ্র মল্লিক বাদী হয়ে আরেকটি মামলা করেন। সদর থানার মামলায় ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২ হাজার থেকে ২ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। আর রেলওয়ে থানার মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, শনিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে শহরের সজ্জনকান্দার বড়পুল থেকে ১২টার দিকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কের পৌরসভা, কোর্ট চত্বর, পান্না চত্বর প্রদক্ষিণ করে কোর্ট চত্বর প্রদক্ষিণ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের একপর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। সড়কের পাশে থাকা আওয়ামী লীগের নেতাদের প্ল্যাকার্ড, ফেস্টুন ও তোরণ ছিঁড়ে ফেলে। পুলিশও আদালতপাড়ার ভেতরে অবস্থান নিয়ে ফাঁকা গুলি ছুড়তে থাকে। এ সময় বিএনপির নেতাকর্মীরা সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় অবস্থায় নেন।

এর কিছুক্ষণ পর ছত্রভঙ্গ হয়ে যাওয়া নেতাকর্মীদের একটি অংশ রাজবাড়ী রেলস্টেশনে উপস্থিত হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে রেলওয়ে থানার ওসিসহ কয়েকজন আহত হন। আহত পুলিশ সদস্যরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু বলেন, থানায় মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এবং আরও অজ্ঞাতনামা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানার এসআই কামরুল হাসান বলেন, মামলায় ২৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিরা পলাতক আছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, নাশকতা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে থানায় মামলা হয়েছে। মিছিল থেকে অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা করা হয়েছে। পুলিশ জানমাল রক্ষার্থে ও জনদুর্ভোগ এড়াতে পদক্ষেপ গ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনমেবল লিগা অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট / চরম নাটকীয় ম্যাচে আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত মঙ্গলবার

সবচেয়ে বড় বিচারক জনগণ, আ.লীগের বিচার প্রসঙ্গে তারেক রহমান

মুখ থেঁতলে বৃদ্ধাকে হত্যা, স্বর্ণালংকার খুলে নিয়েছে দুর্বৃত্তরা

জামায়াতের বিষয়ে যা বললেন তারেক রহমান

ভারতে প্রবল বৃ‌ষ্টি, কুড়িগ্রামে ভেসে আসছে হাজার হাজার গাছ

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বিতর্ক, পাক অধিনায়ক জড়ান তর্কে

ইন্দোনেশিয়ায় স্কুল ভবনধসে মৃত্যু ৫০

ভারতে হাসপাতালে আগুন, আইসিইউতে ৬ রোগীর মৃত্যু

কীভাবে নির্বাচিত হন বিসিবি সভাপতি, জেনে নিন পুরো প্রক্রিয়া

১০

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব : তারেক রহমান

১১

জুলাই আন্দোলনে আমি আমাকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না : তারেক রহমান

১২

জুবিন গার্গের মৃত্যুরহস্যে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

১৩

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

১৪

বহুল আলোচিত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৫

করতোয়া নদীতে নৌকাবাইচে সংঘর্ষ, আহত ১৭

১৬

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৭

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, অতঃপর...

১৮

লাউয়াছড়ায় গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

১৯

আলোচিত বেগমপাড়ায় কার কয়টি বাড়ি-ফ্ল্যাট

২০
X